Will Pucovski Aussie player will retire from cricket for medical concern in age of just 26
খেলা

Will Pucovski: আন্তর্জাতিক ক্রিকেটে ১ ম্যাচ খেলেও অবসর! ২৬ বছর বয়সে শারীরিক কারণে অবসর নিলেন অজি তরুণ

Published on:

বিশ্ব জুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সারা বছর ধরেই ক্রিকেটাররা বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন। এর ফলে ক্রিকেটারদের চোট পাওয়ার প্রবণতাও সাম্প্রতিক সময় বৃদ্ধি পেয়েছে। এমনকি চোটের কারণে অনেক তারকা ক্রিকেটারকে ক্রিকেট জগতের বাইরেও চলে যেতে হয়েছে। এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটার উইল পুকোভস্কি ক্রিকেট জীবনের শুরুতেই অবসরের সিদ্ধান্ত বেছে নিলেন।

প্রথম শ্রেণীর ক্রিকেটে উইল পুকোভস্কি ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স করে জাতীয় দলের নির্বাচকদের নজরে আসেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার গড় ছিল ৫০-এর কাছাকাছি। এরপর ২০২০ সালে অস্ট্রেলিয়ার হয়ে জাতীয় দলে প্রথম ডাক পেলেও উইল পুকোভস্কির ম্যাচ খেলার সুযোগ হয়নি। তবে পরের বছর এই প্রতিভাবান ব্যাটসম্যান ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে মাঠে নামেন। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিং করতে নেমে তিনি নিজের প্রতিভার পরিচয় দেন।

WhatsApp Community Join Now

প্রথম ইনিংসেই উইল পুকোভস্কির ব্যাট থেকে ১১০ বলে ৬২ রান এসেছিল। তবে এই ম্যাচের পর আর তিনি ধারাবাহিকভাবে চোটের কারণে জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি। এবার পুকোভস্কি মাত্র ২৬ বছর বয়সে বারবার মাথায় লাগা চোটের কারণে অবসরের সিদ্ধান্ত বেছে নিলেন। নাইন নিউস মেলবোর্নের মতে চিকিৎসক বিশেষজ্ঞদের একটি প্যানেলের সুপারিশের ভিত্তিতে এই ক্রিকেটার তার স্বল্পকালীন ক্রিকেট জীবন থেকে পূর্ণ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নাইন নিউজের প্রতিনিধি মরিস বলেন, “আমার মনে হয় যে বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেল ৩ মাস আগে পুকোভস্কিকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিল। এই বিষয়টি চুক্তিবদ্ধ ক্লাব ক্রিকেট ভিক্টোরিয়া এবং তার দলের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।” উল্লেখ্য মার্চে নতুন করে আঘাত পাওয়ার পর ভিক্টোরিয়ার হয়ে এবার প্রাক মরসুম অনুশীলনে উইল পুকোভস্কি যোগ দেননি। জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়ার পর থেকে তিনি ম্যাচ ও অনুশীলন মিলিয়ে মাথায় মোট ১০ বার আঘাত পেয়েছিলেন বলে জানা গেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন