লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো বয়স বাড়লেও এখনও বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন। তাদের নিয়ে ভক্তদের উন্মাদনারও শেষ নেই। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলে হইচই ফেলে দিয়েছিলেন রোনাল্ডো। এবার দেশের হয়ে মাঠে নেমে গোল করে ইতিহাস তৈরি করলেন এই পর্তুগাল তারকা। পরিসংখ্যানের হিসাবে তিনি আরও পিছনে ফেলে দিলেন লিওনেল মেসি থেকে একাধিক কিংবদন্তিকে।
আজ অর্থাৎ ৬ সেপ্টেম্বর ন্যাশনস লিগের উদ্বোধনী ম্যাচে পর্তুগাল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে। ম্যাচের সপ্তম মিনিটেই ব্রুনো ফার্নান্দেসের দুরন্ত পাসে ডিয়োগো ডালট গোল করে দলকে এগিয়ে দেন। এরপর বল পায়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভয়ঙ্কর হয়ে ওঠেন। তিনি ম্যাচের ৩৪ মিনিটে নুনো মেন্ডেসের বাড়ানো একটি নিখুঁত ক্রস থেকে অসাধারণ গোল করে দলের স্কোরবোর্ড ২-০ করে দেন। উল্লেখযোগ্যভাবে এটি ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফুটবল জীবনের ৯০০ তম গোল।
এখনও পর্যন্ত বিশ্বের কোনো ফুটবলার ৯০০ টি গোল করার নজির স্থাপন করতে পারেননি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর রয়েছেন লিওনেল মেসি। তিনি এখনও পর্যন্ত ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮৩৮ টি গোল করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। অন্যদিকে ম্যাচে প্রথমার্ধের শেষের দিকে পর্তুগালের ডালট ভুলবশত ক্রোয়েশিয়ার বোর্না সোসার একটি শট নিজের জালে জড়িয়ে দেন। ফলে স্কোরবোর্ড ২-১ হয়ে যায়।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে একটিও গোল না হওয়ায় পর্তুগাল শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। উল্লেখ্য ক্রিস্টিয়ানো রোনাল্ডো সাম্প্রতিক সময় আন্তর্জাতিক ফুটবলে ফর্মে ছিলেন না। ২০২৪ ইউরো কাপের পরপর ৫ টি ম্যাচে গোল শূন্য ছিলেন। তবে সম্প্রতি এই পর্তুগাল তারকা তার নিজের ইউটিউব চ্যানেল প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দেন। মাত্র ৯০ মিনিটের মধ্যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ১ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে ইতিহাস তৈরি করে। এছাড়াও এক সপ্তাহের মধ্যে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার ৫০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।