কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্বে পরিবর্তন নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাবর আজম এবং টেস্টে শান মাসুদ দলের অধিনায়ক। গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে পর্যন্ত তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন বাবর। টুর্নামেন্টে দলের বাজে পারফরম্যান্সের পর বাদ পড়েন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাহীনকে সরিয়ে আবার সাদা বলের অধিনায়ক করা হয় বাবরকে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ ও সিরিজ শেষে প্রথমবারের মতো সমালোচিত হচ্ছে পাকিস্তান। আসলে বেশ কিছুদিন ধরেই বাজে ফর্মের সঙ্গে লড়াই করছে পাকিস্তান দল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, দলের পারফরম্যান্স সন্তোষজনক নয়। দ্বিপাক্ষিক সিরিজেও হারছে দলটি। যে কারণে আবারও পাকিস্তান দলে পরিবর্তনের প্রস্তুতি চলছে।
রিপোর্ট অনুযায়ী, তিন ফরম্যাটেই অধিনায়ক হতে পারেন মোহাম্মদ রিজওয়ান। এমন পরিস্থিতিতে টেস্ট অধিনায়ক শান মাসুদের পাশাপাশি বাবর আজমকেও অধিনায়কত্ব হারাতে হবে। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। এরপর থেকেই চারদিক থেকে সমালোচিত হচ্ছে পাক দল।
বাংলাদেশের বিপক্ষে হারের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে যথাক্রমে আফগানিস্তান ও আমেরিকার কাছে হারের মুখ দেখতে হয়েছিল পাকিস্তানকে। পাকিস্তানের ঘরের মাঠে টেস্ট রেকর্ডও গত তিন বছরে খারাপ। এই সময়ে তারা ছয়টি পরাজয় এবং চারটি ড্রয়ের মুখোমুখি হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হার। আবারও ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ৭ অক্টোবর থেকে মুলতানে শুরু হবে সিরিজ।