নীরজ চোপড়া বর্তমানে ভারতীয় ক্রীড়াবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। টোকিও অলিম্পিকে সোনা জয়ের পর এই বছর প্যারিস অলিম্পিকেও তাকে নিয়ে সমর্থকদের অনেকটাই প্রত্যাশা ছিল। সোনা জয় না করতে পারলেও রৌপ পদক জয় করে নীরজ চোপড়া দেশকে সম্মান এনে দেন। এবার ভারতীয় তারকা ক্রীড়াবিদ ডায়মন্ড লিগের ফাইনালে মাঠে নামতে চলেছেন।
এই বছর প্যারিস অলিম্পিকের জ্যাভলিন থ্রো বিভাগের যোগ্যতা অর্জনকারী রাউন্ডে নীরজ ৮৯.৩৪ মিটার বিশাল থ্রো করে ফাইনালে জায়গা করে নেন। এরপর ফাইনালে তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ৮৯.৫৪ মিটার থ্রো করে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। কিন্তু পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার জ্যাভলিন থ্রো করে স্বর্ন পদক ছিনিয়ে নেন। ফলে নীরজ চোপড়াকে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় স্থানে শেষ করতে হয়। অন্যদিকে এবার তিনি আসন্ন ডায়মন্ড লিগের ফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করছেন।
এই টুর্নামেন্টটি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ১৩ এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জুরিখ ডায়মন্ড লিগের পরে বর্তমানে নীরজ ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ২৯ পয়েন্ট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন। এছাড়াও জার্মানির জুলিয়ান ওয়েবার ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং ১৬ পয়েন্ট নিয়ে চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজ তৃতীয় স্থানে রয়েছেন। এই তালিকায় থাকা শীর্ষ ৬ জন ডায়মন্ড লিগের ফাইনালে অংশগ্রহণ করবেন।
উল্লেখযোগ্যভাবে এই বছর প্যারিস অলিম্পিকের সোনা জয়ী পাকিস্তানের আর্শাদ নাদিম শীর্ষ ৬ জনের তালিকায় নিজের জায়গা করে নিতে পারেননি। অন্যদিকে নীরজ চোপড়া বেশ কিছুদিন ধরেই কুঁচকির চোট সমস্যায় ভুগছেন। আসন্ন ডায়মন্ড লিগের ফাইনালের পর তিনি অস্ত্রোপচার করাতে পারেন বলে জানা যাচ্ছে। ফলে নীরজ চোপড়া এই চোট নিয়েই ডায়মন্ড লিগের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এবার মাঠে নামবেন।