দলীপ ট্রফি 2024-এ ইন্ডিয়া সি ও ইন্ডিয়া ডি দলের মধ্যে ম্যাচ চলার সময়, এক ভক্ত মাঠে ঢুকে পড়ে। এটি দ্বিতীয় দিনের ঘটনা, যখন সেই ভক্ত রুতুরাজ গায়কওয়াড়ের সঙ্গে দেখা করতে তার কাছে পৌঁছে যায় এবং তার পা ছোঁয়। রুতুরাজ গায়কওয়াড় ইন্ডিয়া সি দলের অধিনায়ক হিসেবে মাঠে ছিলেন। এই ম্যাচটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
ম্যাচের সময় সেই ভক্ত গায়কওয়াড়ের কাছে গিয়ে তার সঙ্গে হাত মেলায় এবং রুতুরাজও তাকে ভালোভাবে অভ্যর্থনা জানান। এদিকে, ইন্ডিয়া ডি দলের বোলাররা, হর্ষিত রানার নেতৃত্বে, ইন্ডিয়া সি দলের প্রথম ইনিংস মাত্র ১৬৮ রানে গুটিয়ে দেয়। তবে ইন্ডিয়া সি ৪ রানের সামান্য লিড নিতে সক্ষম হয়। ইন্ডিয়া ডি দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২০৬ রান করে।
ইন্ডিয়া সি দলের ইনিংসে, বাবার ইন্দ্রজিত ৭২ রানে অর্ধশতক করেন, আর অভিষেক পোরেল ৩৪ রান যোগ করেন। তবে ইন্ডিয়া সি-এর ছয়জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন।
ইন্ডিয়া ডি দলের দ্বিতীয় ইনিংসে, অধিনায়ক শ্রেয়াস আইয়ার (৫৪) ও দেবদত্ত পদ্দিকল (৫৬) অর্ধশতক করেন, এবং রিকি ভুই ৪৪ রান করেন।