টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় প্রবীণ কুমার আজ প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের হাই জাম্প টি-৬৪ ইভেন্টে এশিয়ান রেকর্ড ভেঙে স্বর্ণপদক জিতেছেন। শর্ট লেগ নিয়ে জন্ম নেওয়া ২১ বছর বয়সী প্রবীণ ছয় খেলোয়াড়ের মধ্যে ২.০৮ মিটার লাফিয়ে মরসুমের সেরা লাফ দিয়ে শীর্ষে শেষ করেন। ২.০৬ মিটার লাফিয়ে রৌপ্য পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের ডেরেক লোকিডেন্ট এবং ২.০৩ মিটার লাফিয়ে তৃতীয় হয়েছেন উজবেকিস্তানের তেমুরবেক গিয়াজভ। টি ৬৪ এমন অ্যাথলিটদের জন্য যাদের এক পায়ের নীচের অংশে সামান্য চলাচল রয়েছে বা হাঁটুর নীচে এক বা উভয় পা নেই।
শরদ কুমার এবং মারিয়াপ্পান থাঙ্গাভেলু এর আগে প্যারিস প্যারালিম্পিক্সে হাই জাম্প ইভেন্টে পদক জিতেছিলেন। শরদ পুরুষদের হাই জাম্প টি৬৩-তে রৌপ্য পদক জিতেছিলেন এবং মারিয়াপ্পান একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।
প্যারিস প্যারালিম্পিক্সে এটি ভারতের ষষ্ঠ স্বর্ণ ও ২৬তম পদক। এর মধ্যে ৬টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক রয়েছে। প্রবীণের জয়ের পর তিন বছর আগে টোকিওতে জেতা পাঁচটি সোনার পদককে টপকে গিয়েছে ভারত। প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের হয়ে ষষ্ঠ সোনা জিতলেন প্রবীণ। অ্যাথলেটিক্সের ক্ষেত্রে এটি ভারতের তৃতীয় স্বর্ণপদক এবং সামগ্রিকভাবে ১৪তম।
প্রবীণ কুমারকে স্বর্ণপদক জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন- “প্যারালিম্পিক্স ২০২৪-এ পুরুষদের হাই জাম্প টি৬৪-তে স্বর্ণপদক জয় এবং নতুন উচ্চতা স্পর্শ করার জন্য প্রবীণ কুমারকে অভিনন্দন। তার দৃঢ় সংকল্প এবং অধ্যবসায় আমাদের দেশকে গৌরবান্বিত করেছে। ভারত তার জন্য গর্বিত।”