স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপট অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথম ম্যাচে ট্রাভিস হেডের ব্যাট গর্জে উঠেছিল, এরপর আজ দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দায়িত্ব নেন জস ইংলিশ। অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ৪৩ বলে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন ২৯ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নিজের ইনিংসে ৪৯ বলে ১০৩ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এ সময় তার ব্যাট থেকে আসে সাতটি চার ও সাতটি ছক্কা।
অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি
৪৩ বল: হোসে ইংলিস (২০২৪)
৪৭ বল: অ্যারন ফিঞ্চ (২০১৩)
৪৭ বল: হোসে ইংলিস (২০২৩)
৪৭ বল: গ্লেন ম্যাক্সওয়েল (২০২৩)
৪৯ বল: গ্লেন ম্যাক্সওয়েল (২০১৬)
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্কটল্যান্ডের শুরুটা হয়েছিল দারুণ। দ্বিতীয় ওভারে ট্রাভিস হেডকে ক্লিন বোল্ড করেন ফাস্ট বোলার ব্র্যাড কারি। নিজের প্রথম বল খেলেও খাতা খুলতে পারেননি হেড। ১১ রানে প্রথম ধাক্কার পর চতুর্থ ওভার শেষে দ্বিতীয় ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাককর্গও ১২ বলে ১২ রান করে আউট হন। এখান থেকেই শুরু হয় ইংলিশ ও ক্যামেরন গ্রিনের দৃঢ় জুটি। তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েন দুজন। কারিই গ্রিনকে আউট করে এই জুটির সমাপ্তি ঘটান।
তবে ডেথ বোলিংয়ে সবাইকে মুগ্ধ করেছে স্কটল্যান্ড। এক সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৪ ওভারে ১৪৪/৩, যা সহজেই মনে হয়েছিল ২২০+ রান হয়ে যাবে। কিন্তু ১৯তম ওভারে ইংলিশের বড় উইকেটসহ আসে মাত্র ৪ রানে। স্কটল্যান্ডের পক্ষে কারি ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন এবং ক্রিস সোল তার ৩ ওভারে মাত্র ১৭ রান দেন।