ভারতীয় দল আসন্ন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজগুলিতে মাঠে নামার আগেই গতকাল থেকে অন্যতম ঘরোয়া টুর্নামেন্ট এই বছরের দলীপ ট্রফি শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচেই ইন্ডিয়া ‘এ’ দল ইন্ডিয়া ‘বি’ দলের বিপক্ষে এবং ইন্ডিয়া ‘সি’ দল ইন্ডিয়া ‘ডি’ দলের বিপক্ষে মাঠে নেমেছে। অনন্তপুরে পল্লী উন্নয়ন ট্রাস্ট স্টেডিয়ামে গতকাল ইন্ডিয়া ‘সি’ দলের হয়ে অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। এবার এই ম্যাচে দুরন্ত ব্যাটিং করে নির্বাচকদের বার্তা দিলেন শ্রেয়াস আইয়ার।
বোলিং পিচে ইন্ডিয়া ‘ডি’ দল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কঠিন পরিক্ষার মুখে পড়ে। তারা এক সময় মাত্র ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে চাপের মুখে পড়ে যায়। প্রথম ইনিংসে অধিনায়ক শ্রেয়াস আইয়ারও দলকে ভরসা দিতে পারেননি। তার ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। এইরকম পরিস্থিতিতে অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেল এসে দলের হয়ে হাল ধরেন। তার ১১৮ বলে করা ৮৬ রানে ভর করে ইন্ডিয়া ‘ডি’ ১০ উইকেট হারিয়ে ১৬৪ রানে পৌঁছাতে সক্ষম হয়। এরপর ইন্ডিয়া ‘সি’-ও প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিকেই একের পর এক উইকেট হারিয়ে ফেলে।
ওপেনিং করতে আসা অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড এবং সাই সুদর্শনও সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। তারা যথাক্রমে ৫ এবং ৭ রানে আউট হয়ে যান। এই ইনিংসে হার্ষিত রানা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তিনি একাই ১৩ ওভারে ৫ টি মেডেনের সঙ্গে ৩৩ রান খরচ করে মোট ৪ টি উইকেট সংগ্রহ করেন। এর ফলে ইন্ডিয়া ‘সি’ প্রথম ইনিংসে বাবা ইন্দ্রজিৎ-এর ১৪৯ বলে ৭২ রানে ভর করে ১০ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। এরপর ইন্ডিয়া ‘ডি’ দল আজ ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ম্যাচের দ্বিতীয় দিনে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ব্যাটিংয়ে ভর করে আত্মবিশ্বাস পায়।
কঠিন পিচে দ্বিতীয় ইনিংসে তিনি ৪৪ বলে ৯ টি চার এবং ১ টি ছয়ের মাধ্যমে মোট ৫৪ রান সংগ্রহ করে স্কোরবোর্ড সচল রাখেন। উল্লেখ্য এই বছরের প্রথম দিকে বিসিসিআইয়ের দেওয়া ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করার নির্দেশ প্রথম দিকে অমান্য করার জন্য শ্রেয়াস আইয়ার জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে গেছেন। তবে সম্প্রতি তিনি শ্রীলঙ্কা সফরে ভারতীয় একদিনের দলের অংশ ছিলেন। ফলে এবার দলীপ ট্রফিতে ভালো পারফরমেন্স করে শ্রেয়াস আইয়ার টেস্ট দলেও জায়গা করে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।