Manav Suthar took seven wickets of best players in india duleep Trophy 2024
ক্রিকেট

Manav Suthar: একের পর এক উইকেট নিলেন সেরাদের, দলীপ ট্রফিতে চোখ ধাঁধানো পারফর্মেন্সে নজর কাড়লেন অখ্যাত বোলার

Published on:

চলমান দলীপ ট্রফিতে একাধিক প্রতিভাবান ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। তাদের মধ্যে অনেকেই জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করা ক্রিকেটার থাকলেও বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যারা সবে মাত্র ঘরোয়া ক্রিকেটে যাত্র শুরু করেছেন। উল্লেখ্য ২২ বছর বয়সী মানব সুথার চলমান দলীপ ট্রফিতে এবার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করে নিলেন। তার দুরন্ত বোলিং বর্তমানে চমকে দিয়েছে একাধিক তারকা ব্যাটসম্যানকে।

গত ৫ সেপ্টেম্বর থেকে অনন্তপুরে পল্লী উন্নয়ন ট্রাস্ট স্টেডিয়ামে ইন্ডিয়া ‘সি’ দলের হয়ে অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড ইন্ডিয়া ‘ডি’ দলের বিপক্ষে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। বোলিং পিচে ইন্ডিয়া ‘ডি’ দল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চাপের মুখে পড়ে যায়‌। এইরকম পরিস্থিতিতে অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেলের ১১৮ বলে করা ৮৬ রানে ভর করে তারা ১০ উইকেট হারিয়ে ১৬৪ রানে পৌঁছাতে সক্ষম হয়। এরপর প্রথম ইনিংসে ইন্ডিয়া ‘সি’-ও ব্যাট করতে নেমে প্রথম দিকে একের পর এক উইকেট হারিয়ে ফেলে।

WhatsApp Community Join Now

ফলে দলটি নিচের দিকে ব্যাট করতে নেমে বাবা ইন্দ্রজিৎ-এর ১৪৯ বলে ৭২ রানে ভর করে ১০ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে নেয়। দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া ‘ডি’ দল ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ম্যাচে শ্রেয়াস আইয়ারের ব্যাটিংয়ে ভর করে আত্মবিশ্বাস পায়। তবে এই ইনিংসে বল হাতে ২২ বছর বয়সী মানব সুথার বল হাতে রীতিমতো জ্বলে ওঠেন। এই বাঁ হাতি স্পিনার একাই ১৯.১ ওভারে ৭ টি মেডেনের সঙ্গে ৪৯ রান খরচ করে মোট ৭ টি উইকেট সংগ্রহ করে নেন।

এই ইনিংসে তিনি দেবদত্ত পাডিকল, শ্রীকর ভারত, অক্ষর প্যাটেলের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের উইকেট শিকার করেন। ফলে বলাই যায় যে দলীপ ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করে মানব সুথার বর্তমানে জাতীয় দলের নির্বাচকদের দরজায় কড়া নাড়ছেন। উল্লেখ্য তিনি ২০২২ সালে রঞ্জি ট্রফিতে রাজস্থানের হয়ে অভিষেক করে এখনও পর্যন্ত ১৪ টি প্রথম শ্রেণীর ম্যাচে মোট ৬৫ টি উইকেট সংগ্রহ করেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন