Preethi Pal won second bronze for india in paris Paralympics 2024 t35 200 meter race
খেলা

Preethi Pal: মনুর কীর্তি করে দেখালেন প্রীতি, প্যারালিম্পিকসে‌ ভারতকে একাই এনে দিলেন‌ জোড়া ব্রোঞ্জ পদক

Published on:

রবিবার মহিলাদের ২০০ মিটার টি-৩৫ বিভাগে ব্যক্তিগত সেরা ৩০.০১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতলেন ভারতের প্রীতি পাল। প্যারিস প্যারালিম্পিকে এটি তার দ্বিতীয় পদক। প্যারিসে ভারতের দ্বিতীয় প্যারা-অ্যাথলেটিক্স পদকও ২৩ বছর বয়সী এই অ্যাথলেটের। টি 35 হাইপারটোনিয়া, অ্যাটাক্সিয়া এবং অ্যাথিটোসিসের মতো সমন্বয়কারী ব্যাধিযুক্ত অ্যাথলিটদের বৈশিষ্ট্যযুক্ত। শুক্রবার প্যারালিম্পিক ট্র্যাক ইভেন্টে ভারতের হয়ে প্রথম অ্যাথলেটিক্স পদক জেতেন তিনি। মেয়েদের টি৩৫ ১০০ মিটার ইভেন্টে ব্যক্তিগত সেরা ১৪.২১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। ১৯৮৪ সালের প্যারালিম্পিক্সের পর থেকে ভারত যত অ্যাথলেটিক্স পদক জিতেছে, সবই এসেছে ফিল্ড ইভেন্ট থেকে। সপ্তম ভারতীয় হিসেবে প্যারালিম্পিকে একাধিকবার পদক জিতলেন প্রীতি পাল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটি ব্রোঞ্জ পদক জয়ের জন্য প্রীতি পালকে অভিনন্দন জানিয়েছেন এবং তার প্রশংসা করেছেন। টুইটে মোদী লেখেন, ”প্রীতি পালের ঐতিহাসিক সাফল্য। কারণ তিনি প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ মহিলাদের ২০০ মিটার টি৩৫ ইভেন্টে ব্রোঞ্জ পদক সহ তার দ্বিতীয় পদক জিতেছেন। তিনি ভারতবাসীর কাছে অনুপ্রেরণা। তাদের ডেডিকেশন সত্যিই অসাধারণ।”

WhatsApp Community Join Now

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ, ভারত এখনও পর্যন্ত মোট ৭ টি পদক জিতেছে। প্যারিস প্যারালিম্পিক্সে ভারত এ পর্যন্ত ১টি স্বর্ণপদক, ২ টি রুপো ও ৪টি ব্রোঞ্জ পদক জিতেছে। এই প্যারালিম্পিক্সে এখনও পর্যন্ত ভারতের একমাত্র সোনা জিতেছেন অবনী লেখারা। ভারতীয় শাটলার নীতেশ কুমার এবং সুহাস ইয়াথিরাজ ভারতের হয়ে পদক নিশ্চিত করেছেন। নীতেশ পুরুষদের সিঙ্গলস এসএল থ্রি ক্যাটাগরির ফাইনালে উঠেছেন এবং সুহাস পুরুষদের সিঙ্গলস ব্যাডমিন্টন এসএল ফোরের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে তিনি হারান স্বদেশী সুকান্ত কদমকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন