Yash dhull india u19 captain got his heart surgery done and almost 100% fit
ক্রিকেট

Yash Dhull: হৃদপিন্ডে ধরা পড়ে ছেদ, অস্ত্রপ্রচার করে এবার মাঠে ফিরলেন ভারতের অনুর্দ্ধ ১৯ অধিনায়ক

Published on:

হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ভারতের ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক যশ ধুল। ২১ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যানের গত জুলাইয়ে অস্ত্রোপচার হয়। এই বিষয়ে প্রথম জানান ধুলের কোচ রাজেশ নাগার। যিনি এক দশকেরও বেশি সময় ধরে তাকে কোচিং করিয়েছেন। কোচ জানিয়েছেন, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) অনূর্ধ্ব-২৩ হাই পারফরম্যান্স ক্যাম্প চলাকালীন রুটিন স্ক্যানের সময় ধুলের হার্টে একটি ছোট ছিদ্র ধরা পড়ে। এটা বড় কোনো অস্ত্রোপচার ছিল না। তার সুস্থ হতে ১০ থেকে ১৫ দিন সময় লেগেছিল। তার খেলা এবং ফিটনেসের দিক থেকে সে এখনও শতভাগ ফিট নয়, আমি বলব সে প্রায় ৮০ শতাংশ ফিট, তবে যথেষ্ট ফিট নয়।”

হৃৎপিণ্ডে ছিদ্র সাধারণত জন্ম থেকেই হয়ে থাকে কিন্তু আশ্চর্যজনকভাবে ধুলের ক্ষেত্রে জুন-জুলাই মাসে এনসিএ-তে থাকার সময় এটি আবিষ্কার করা হয়েছিল। কোচ বলেন – “এটি একটি ছোট গর্ত ছিল এবং জন্ম থেকেই সেখানে ছিল, তবে এটি কেবল এখনই সনাক্ত করা গেছে। খুব শিগগিরই নিজের সেরা ফর্মে ফিরবেন তিনি।” ধুল বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে খেলছেন। পাঁচ ইনিংসে ১১৩.৪১ স্ট্রাইক রেটে মোট ৯৩ রান করেছেন তিনি, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ৫২।

WhatsApp Community Join Now

ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণি, ১৯টি লিস্ট ‘এ’ ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যশ ধুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬১০, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৮৮ ও টি-টোয়েন্টিতে ৫৮৮ রান রয়েছে তার। আইপিএলেও খেলেছেন যশ ধুল। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। তবে আইপিএলে ৪ ম্যাচ খেলে ১৬ রান করেছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন