Samit dravid Rahul Dravid son got selected to indian u19 team for series against Australia u19
ক্রিকেট

Samit Dravid: জুনিয়র ক্রিকেট কাঁপিয়ে এবার‌ জাতীয় লেভেলে সুযোগ দ্রাবিড় পুত্র, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে পেলেন সুযোগ

Published on:

বাবার মতো সাফল্য না পেলেও একাধিক কিংবদন্তি ক্রিকেটারের ছেলে ভারতীয় ক্রিকেটে নিজের স্বতন্ত্র ছাপ রাখার চেষ্টা করেছেন। সম্প্রতি সুনীল গাভাস্কারের ছেলে রোহন গাভাস্কার, শচীন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকারকে ক্রিকেট প্রেমীদের উৎসাহ লক্ষ্য করা গেছে। অর্জুন তেন্ডুলকার এখনও ভারতীয় ক্রিকেট নিজের জায়গা পাকা করে নেওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটে লড়াই চালাচ্ছেন। এবার এর মধ্যেই কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড় ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেলেন।

এই বছর মহারাজা ট্রফি কেএসসিএ টি-টোয়েন্টিতে সামিত দ্রাবিড় ৫০,০০০ টাকার বিনিময় মহীশূর ওয়ারিয়র্সের হয়ে সই করেন। তবে ১৮ বছর বয়সী রাহুল দ্রাবিড়ের সুযোগ্য সন্তানের পারফরম্যান্স দেখে ক্রিকেট প্রেমীরা মুগ্ধ হয়ে যান। সামিতের একের পর এক ছয় মারার ভঙ্গিমা প্রথম জীবনের অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। ফলে এই তরুণ ক্রিকেটারকে নিয়ে প্রত্যাশা তৈরি হয়। এবার তিনি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেলেন।

WhatsApp Community Join Now

ভারতীয় অনূর্ধ্ব- ১৯ দল ২১ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩ ম্যাচের একদিনের সিরিজে মাঠে নামবে। তারপর তারা ৩০ সেপ্টেম্বর থেকে ২ ম্যাচের ৪ দিনের সিরিজে মুখোমুখি হবে। আজ এই সিরিজের জন্য বিসিসিআই দল ঘোষণা করেছে। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড় একদিনের এবং চারদিনের দুই বিভাগেই জায়গা করে নিয়েছেন। ভারতীয় অনূর্ধ্ব- ১৯ দলের একদিনের দলকে নেতৃত্ব দেবেন মহম্মদ আমান এবং চারদিনের দলকে নেতৃত্ব দেবেন সোহম পটবর্ধন।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ একদিনের দল:

রুদ্র প্যাটেল (সহ অধিনায়ক), সাহিল পারখ (এমএএইচসিএ), কার্তিকেয় কেপি, মহম্মদ আমান (অধিনায়ক), কিরণ চোরমলে, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিং পাঙ্গালিয়া (উইকেটকিপার), সামিত দ্রাবিড়, যুধাজিৎ গুহ, সমর্থ এন, নিখিল কুমার, চেতন শর্মা, হার্দিক রাজ, রোহিত রাজাওয়াত, মহম্মদ এনান

ভারতীয় অনূর্ধ্ব-১৯ চার দিনের দল:

বৈভব সূর্যবংশী, নিত্য পান্ডিয়া, বিহান মালহোত্রা (সহ অধিনায়ক), সোহম পাটবর্ধন (অধিনায়ক), কার্তিকেয় কেপি, সামিত দ্রাবিড়, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিং পাঙ্গালিয়া (উইকেটকিপার), চেতন শর্মা, সমর্থ এন, আদিত্য রাওয়াত, নিখিল কুমার, অনমলজিত সিং, আদিত্য সিং, মহম্মদ এনান

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন