Michael Vaughan mock indian fans by comparing joe root and Virat Kohli stats on social media
ক্রিকেট

Kohli Vs Root: রুট শতরান করতেই ভারতীয় ভক্তদের খোঁচা মাইকেল ভনের, বিরাটের সাথে পরিসংখ্যান টেনে বড় দেখালেন রুটকে

Published on:

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ব্যাটসম্যান জো রুট। এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে অনেক বড় রেকর্ড গড়েছেন রুট। টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি পূর্ণ করেন রুট। সক্রিয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি রয়েছে তার। এই নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের সমান হয়ে যান তিনি। সেঞ্চুরির দিক থেকে বর্তমানে কেন উইলিয়ামসন (৩২), স্টিভ স্মিথ (৩২) ও বিরাট কোহলির (২৯) চেয়েও এগিয়ে আছেন রুট।

জো রুটের এই কৃতিত্বে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বিরাট কোহলি এবং রুটের পরিসংখ্যানের তুলনা করে ভারতীয় সমর্থকদের উত্যক্ত করার চেষ্টা করেন। ভন তার বিশ্লেষণে বলেন যে এক বছর পরে অভিষেক হলেও রুট কোহলির চেয়ে ভাল পরিসংখ্যান অর্জন করেছেন। একটি পেজে বিরাট কোহলি ও জো রুটের টেস্ট রেকর্ড শেয়ার করে উনি লেখেন- ‘মর্নিং ইন্ডিয়া।’

WhatsApp Community Join Now

১৩১টি টেস্ট ম্যাচে ২৩৮ ইনিংসে ৫০.৩৩ গড় ও ৫৬.৭০ স্ট্রাইক রেটে ৩৩টি সেঞ্চুরি ও ৬৪টি হাফসেঞ্চুরিসহ ১২,১৩১ রান করেছেন রুট। অন্যদিকে কোহলি ১০০ টেস্ট ম্যাচের ১৬৬ ইনিংসে ৪৯.১৫ গড় এবং ৫৫.৫৬ স্ট্রাইক রেটে ২৯টি সেঞ্চুরি ও ৩০টি হাফসেঞ্চুরিসহ করেছেন ৮,৮৪৮ রান। টেস্ট ক্রিকেটে রুট মেরেছেন ৪৪টি ছক্কা হাঁকিয়েছেন এবং কোহলি মেরেছেন ২৬টি ছক্কা।

২০১৯ সাল পর্যন্ত টেস্টে সেঞ্চুরির নিরিখে জো রুটের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন বিরাট কোহলি। ২০১৯ সাল পর্যন্ত টেস্টে বিরাট কোহলি ৫৪.৯৭ গড়ে রান করেছেন। তার নামের পাশে ছিল ২৭টি সেঞ্চুরি। অন্যদিকে জো রুটের সেঞ্চুরি ছিল মাত্র ১৭টি। তার পর থেকে রুট ১৬টি সেঞ্চুরি করেছেন, যেখানে বিরাট কোহলি ব্যাট থেকে মাত্র দুটি সেঞ্চুরি করেছেন। বিরাটের গড়ও ৫০-এর নীচে নেমে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন