Five more players with gus Atkinson that took 10 wickets and did century in lords stadium
ক্রিকেট

Gus Atkinson: লর্ডসের মাঠে ১০ উইকেটের সাথে শতরান, অ্যাটকিনসনের আগেই এই পাঁচজন করেছেন এই কীর্তি

Published on:

লর্ডসকে বলা হয় ক্রিকেটের মক্কা। সেঞ্চুরি করার পাশাপাশি এক ইনিংসে ৫ উইকেট নেওয়া ক্রিকেটে এক বিশেষ প্রাপ্তি। লর্ডসে যে বোলার বা ব্যাটসম্যান এই কীর্তি করেন তাকে সম্মান জানিয়ে বোর্ডে স্থান দেওয়া হয়। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন ইংলিশ ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন। ১১৫ বলে ১১৮ রান করেন তিনি। জুলাইয়ে এই মাঠেই তার টেস্ট অভিষেক হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ১২ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। এই মাঠে টেস্টে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি সেঞ্চুরি করা ষষ্ঠ খেলোয়াড় তিনি। আমরা আপনাকে ৫‌ জন খেলোয়াড়ের নাম বলছি যারা এর আগে এটি করেছিল।

ইংল্যান্ডের গুবি অ্যালেন প্রথম খেলোয়াড় হিসেবে লর্ডসের মাঠে এক টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। ১৯৩১ সালে এই মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে ১২২ রান তুলেন। এরপর ১৯৩৬ সালে ভারতের বিপক্ষে তিনি নিয়েছিলেন ১০ উইকেট।

WhatsApp Community Join Now

অস্ট্রেলিয়ার কিথ মিলারও লর্ডসে গিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন। ১৯৫৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১০৯ রান তুলেন। এরপর তিন বছর পর ইংল্যান্ড সফরে ১০ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন মিলার।

১৯৭৮ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ১০৮ রান করেছিলেন ইংল্যান্ডের গ্রেট অলরাউন্ডার ইয়ান বোথাম। একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এই মাঠে ১১ ব্যাটসম্যানকে আউট করেন তিনি।

অভিজ্ঞ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড লর্ডসে তার টেস্ট ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি করেছেন। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে তিনি করেছিলেন ১৬৯ রান। অন্যদিকে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে নিয়েছিলেন ১২ উইকেট।

২০১৮ সালে ভারতের বিপক্ষে খেলা টেস্টে এই মাঠে ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ক্রিস ওকস। বোলিংয়ের কথা বললে, ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে এই মাঠেই ১১ উইকেট নেন তিনি। টেস্টে ওকস মাত্র একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং একবার ১০ উইকেট নিয়েছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন