Danish Kaneria said india must not visit Pakistan for champions trophy 2025
ক্রিকেট

‘ভারতের পাকিস্তানে আসা উচিত নয়’, চ্যাম্পিয়নস ট্রফির স্থান নিয়ে নিজের দেশকেই কোণঠাসা করলেন প্রাক্তন পাকিস্তানি

Published on:

প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া বলেছেন, ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা উচিত নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই অবস্থা হচ্ছে। এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

তিনি বলেন, ”পাকিস্তানের পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয় ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া উচিত নয়। পাকিস্তানকে এটা নিয়ে ভাবতে হবে। আইসিসি তার সিদ্ধান্ত নেবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইয়ে হাইব্রিড মডেলে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা প্রথম অগ্রাধিকার। সম্মান দ্বিতীয় অগ্রাধিকার। আমার মনে হয় বিসিসিআই খুব ভাল কাজ করছে। তাদের সিদ্ধান্ত যাই হোক না কেন, বাকি দেশগুলোকে তা মেনে নিতে হবে। আমি মনে করি এটি একটি হাইব্রিড মডেলেই হবে।”

WhatsApp Community Join Now

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামগুলোর উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন করছে। কানেরিয়াও একই কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। তিনি বলেন- “পিসিবি প্রস্তুত তবে তাদের আগে অবকাঠামো আপগ্রেড করতে হবে। নিরাপত্তাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।”

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আপগ্রেডের অনুমোদন দিয়েছে পিসিবি। তিনটি ভেন্যুই ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য নির্বাচিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আপগ্রেডেশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ২৮০ কোটি টাকা। সম্প্রতি লন্ডনে বিডিপি প্যাটার্নের অফিসে গিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। নাকভি চেয়ারম্যান ক্রিস হার্ডিং এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন এবং আলোচনার পরে স্টেডিয়ামগুলির সংস্কারের অনুমোদন দেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন