ajay-ratra-appointed-india-cricket-selector
ক্রিকেট

অজয় রাত্রা হলেন ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক

Published on:

ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় রাত্রা এখন ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক হয়েছেন। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) ৩ সেপ্টেম্বর মঙ্গলবার এই ঘোষণা করেছে। রাত্রা সালিল আঙ্কোলা’র স্থানে এই পদে নিযুক্ত হয়েছেন এবং তিনি প্রধান নির্বাচক অজিত আগরকারের সাথে ভারতীয় দলের নির্বাচন করবেন।

অজয় রাত্রা একজন প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান ছিলেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ ছিল না। তিনি ২০০২ সালে ৬টি টেস্ট এবং ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে তিনি যথাক্রমে ১৬৩ ও ৯০ রান করেছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তিনি হরিয়ানা দলের হয়ে ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০২৯ রান করেছেন এবং ২৪০টিরও বেশি শিকার করেছেন।

WhatsApp Community Join Now

বিসিসিআই তার বিবৃতিতে জানিয়েছে যে অজয় রাত্রাকে পুরুষ নির্বাচক কমিটির নতুন সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি এই কমিটিতে সালিল আঙ্কোলার স্থলাভিষিক্ত হয়েছেন। রাত্রার যথেষ্ট অভিজ্ঞতা এবং প্রশংসনীয় ট্র্যাক রেকর্ড রয়েছে, যা তাকে এই পদে যোগ্য প্রমাণিত করে। নির্বাচক হিসেবে রাত্রা বর্তমান কমিটির সদস্যদের সাথে কাজ করবেন এবং ভারতীয় দলের ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের খুঁজে বের করে তাদের সাহায্য করবেন।

৪২ বছর বয়সী রাত্রার কোচিংয়েরও অভিজ্ঞতা রয়েছে। তিনি অসম, পাঞ্জাব, এবং উত্তর প্রদেশ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়াও, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার সাথে ওয়ানডে সিরিজের সময় তিনি ভারতীয় দলের কোচিং স্টাফের অংশ ছিলেন। রাত্রা বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি এবং আমি ভারতীয় ক্রিকেটে আমার অবদান রাখতে আগ্রহী।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন