Paul Pogba: ডোপ টেস্টে ধরা পড়লেন রোনাল্ডোর এই সতীর্থ, ব্যান করা হল চার বছরের জন্য

গতবছর ২০ আগস্ট ইতালিয়ান সেরি আ-তে উদিনেসের বিরুদ্ধে জুভেন্তাস ৩-০ গোলে জয়লাভ করেছিল। সেরি আ মরশুমের এই প্রথম ম্যাচের পরপরই পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল।

এবার দ্বিতীয়বারের জন্য ফুটবল থেকে নির্বাসিত হলেন ফ্রান্সের নামকরা ফুটবলার পল পোগবা (Paul Pogba)। প্রথমে গত বছরের সেপ্টেম্বর মাসে নির্বাসিত হয়েছিলেন তিনি। তারপর আবার আজ তথা বৃহঃস্পতিবার দ্বিতীয়বারের জন্য ফুটবল থেকে নির্বাসিত হলেন ২০১৮ ফিফা বিশ্বকাপজয়ী (FIFA World Cup 2018) ফুটবলার পল পোগবা।

ফ্রান্সের বিশ্বজয়ী এই ফুটবলারকে চারবছরের জন্য নির্বাসিত করা হয়েছে। অন্যদিকে জুভেন্তাসের (Juventus) হয়ে ক্লাব ফুটবলও খেলতেন। এই জুভেন্তাসের তারকাকে নির্বাসিত করা হল টেস্টোস্টেরন ব্যাবহারের জন্য। ডোপিংয়ের ব্যাবহারের জন্য এই দীর্ঘমেয়াদি শাস্তি দেওয়া হয়েছে পল পোগবাকে। যাই হোক, খবরটি শুনে অনেক ফুটবলপ্রেমী খুব দুঃখিত হয়ে পড়েছেন।

গতবছর ২০ আগস্ট ইতালিয়ান সেরি আ-তে উদিনেসের (Udinese) বিরুদ্ধে জুভেন্তাস ৩-০ গোলে জয়লাভ করেছিল। সেরি আ মরশুমের এই প্রথম ম্যাচের পরপরই পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। ফরাসি ফুটবলার ওই ম্যাচটি অবশ্য খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেই দিন তার নমুনা নেওয়া হয়েছিল। এরপর পরীক্ষা নিরীক্ষা করার পর পোগবার শরীরে অতিরিক্ত মাত্রার টেস্টোস্টেরন পেয়েছিল ইতালির ডোপিং বিরোধী সংস্থা এনএডিও (NADO)।

তারপরেই সেপ্টেম্বর মাসে তাকে নির্বাসিত করা হয়েছিল। ৩০ বছর বয়সী ফুটবলারকে প্রথমবার অল্পসময়ের জন্য নির্বাসিত করা হলেও, এবার দ্বিতীয় রিপোর্ট তথা ‘বি’ নমুনার ফলাফল অনুযায়ী, চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে পোগবাকে। এছাড়া নিজেদের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ দিতে পারেননি পোগবার প্রতিনিধিরা। তাই এই সিদ্ধান্তের পর ৩০ বছর বয়সী ফুটবল তারকার ভবিষ্যৎ নিয়েই প্রশ্নচিহ্ন তৈরী হল। বর্তমানে নানা কথা উঠছে তাকে নিয়ে।