ক্রিকেট, ফুটবলের পর কবাডিতেও মাত পাকিস্তানকে, এশিয়ান গেমসের সেমিফাইনালে বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনালে পৌঁছল ভারত
ভারতীয় দল ১৯৯০ সালে এশিয়ান গেমসের কাবাডিতে আত্মপ্রকাশের পর এখনও পর্যন্ত ৭ টি স্বর্ণপদক পদক জয় করেছে।

এশিয়ান গেমসে (Asian Games 2023) আজ ভারতীয় ক্রিকেট দল জয় দিয়ে শুরু করার পর কাবাডিতেও ব্লু ব্রিগেড অসাধারণ পারফরম্যান্স করে। কবাডির সেমিফাইনালে তারা পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে অষ্টমবারের মতো ফাইনালে প্রবেশ করেছে। পাক বাহিনীর বিপক্ষে আজ সেমিফাইনালে ভারতীয় কবাডি খেলোয়াড়রা কোনো সুযোগ হাত ছাড়া করেনি।
তবে পাকিস্তানি রক্ষণভাগ শুরুতেই দুটি ট্যাকল পয়েন্ট পেয়ে ভারতকে সামান্য ধাক্কা দিয়েছিলো। পাকিস্তান কাবাডি দলের মাজহার ইকবালের (Mazhar Iqbal) দুই দফা অভিযান ভারতকে অনেকটাই চাপে ফেলে দেয়। এরপরেই ভারতীয় দল ০-৪ ব্যবধানে পিছিয়ে থেকে দ্রুত পাকিস্তানকে অলআউটের মাধ্যমে ১০-৪-এ এগিয়ে যায়। এই ১০ পয়েন্টের মধ্যে ৮ পয়েন্ট ভারতের নবীন কুমার (Naveen Kumar) নিয়ে আসেন। ভারত প্রথমার্ধের আগেই আরও ২ টি অলআউট করে ৩০-৫-এর ব্যবধান বাড়িয়ে নেয়।
দ্বিতীয়ার্ধে ভারতের পবন সেহরাওয়াত (Pawan Sehrawat) এবং নবীন কুমারের পরিবর্তে শচীন তানওয়ার (Sachin Tanwar) এবং আকাশ শিন্ডে (Akash Shinde) মাঠে নামেন। তবে পাক বাহিনী আবারও চাপ বাড়াতে থাকে। তবে ভারতীয় দল একে একে ৬ বার অল আউট করে ৬১-১৪-এর বিশাল ব্যাবধানে শেষে জয় তুলে নেয়। এরফলে ব্লু ব্রিগেড অষ্টমবারের মতো এশিয়ান গেমসের কবাডিতে সোনা জয়ের লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করলো। অন্যদিকে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ইরান এবং চাইনিজ তাইপেই মুখোমুখি হবে।
ভারতীয় দল ১৯৯০ সালে এশিয়ান গেমসের কাবাডিতে আত্মপ্রকাশের পর এখনও পর্যন্ত ৭ টি স্বর্ণপদক পদক জয় করেছে। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতীয় কবাডি দল ইরানের কাছে হেরে যায়। তাই এই বছর ফাইনালে ব্লু ব্রিগেডদের কাছে ইরানকে হারানোর সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে আগামীকাল অর্থাৎ ৭ অক্টোবর ভারতীয় ক্রিকেট দল এশিয়ান গেমসের ফাইনালে আফগানিস্তানের (India vs Afghanistan Match) মুখোমুখি হবে।