‘ওরা না‌ পেলে হার্দিক‌ কেন পেয়েছে’, কেন্দ্রীয় চুক্তি নিয়ে BCCI-এর‌ দিকে আঙুল তুললেন ইরফান পাঠান

বুধবার বিসিসিআই ২০২৪-২৫ সালের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে। শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষাণকে কোনও বিভাগে অন্তর্ভুক্ত করা হয়নি।

বিশ্বে অনেক ক্রিকেটার আছেন যারা সব ফরম্যাটে অংশগ্রহণ না করলেও নির্দিষ্ট একটি ফরম্যাটে একাধিক রেকর্ড অর্জন করেছেন। তবে সাম্প্রতিক সময় বিসিসিআই (BCCI) সমস্ত ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে আগ্ৰহ বৃদ্ধি করানোর চেষ্টা চালাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে রাজ্যের হয়ে অংশগ্রহণ না করায় শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং ঈশান কিষাণের (Ishan Kishan) মতো ক্রিকেটারদের ওপর বোর্ড কড়া ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। এবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ইরফান পাঠান (Irfan Pathan) রীতিমতো সরব হলেন।

বুধবার বিসিসিআই ২০২৪-২৫ সালের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে। এই তালিকায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), ব্যাটিং তারকা বিরাট কোহলি (Virat Kohli), অন্যতম পেসার জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) শীর্ষ স্তরে তাদের অবস্থান বজায় রেখেছেন। তবে শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষাণকে কোনও বিভাগে অন্তর্ভুক্ত করা হয়নি। উল্লেখ্য এই দুই ক্রিকেটারকে সাম্প্রতিক সময় বিসিসিআই রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) অংশগ্রহণ করার জন্য পরামর্শ দেয়।

কিন্তু ঈশান কিষাণ দক্ষিণ আফ্রিকার সফর থেকে নিজ ইচ্ছায় বেরিয়ে আসার পর বোর্ডের নির্দেশ অমান্য করে ঝাড়খণ্ডের হয়ে অংশগ্রহণ করেননি। তিনি বর্তমানে আইপিএলের (IPL) জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে এখন চাপের মুখে শ্রেয়াস আইয়ার ২ মার্চ থেকে শুরু হতে যাওয়া রঞ্জি সেমিফাইনালে মুম্বাইয়ের হয়ে যোগ দিতে বাধ্য হয়েছেন। অন্যদিকে এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করে এই দুই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন।

তিনি লেখেন, “শ্রেয়াস এবং ঈশান দুজনেই প্রতিভাবান ক্রিকেটার। আশা করছি তারা আরও শক্তিশালী হয়ে দলে ফিরে আসবেন।” ইরফান পাঠান আরও লেখেন, “হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতো ক্রিকেটাররা যদি লাল বলের ক্রিকেট খেলতে না চান তাহলে তিনি এবং তার মতো অন্যরা যখন জাতীয় দলের দায়িত্বে থাকবেন না তাদের সাদা বলের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করা উচিত? এটা যদি সবার ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে ভারতীয় ক্রিকেট কাঙ্খিত ফল পাবে না।”