শ্রেয়াস-ঈশানদের ভিড়ে‌ চুক্তি পাননি চাহালও, এবার BCCI-কে আঙুল‌ দেখিয়ে সরব আকাশ‌ চোপড়া

যুজবেন্দ্র চাহাল শেষ ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে গত বছর ১৩ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামেন।

বিসিসিআই (BCCI) ভারতীয় ক্রিকেটারদের স্বাধীনতার মধ্যেও বিভিন্ন নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ রেখে তাদের ক্রিকেট জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায়। এর ফলে বোর্ডকে মাঝে মাঝে একাধিক কঠোর সিদ্ধান্ত নিতে হয়। অন্যদিকে গতকাল বিসিসিআই ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে। এই চুক্তিতে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) না থাকায় এবার ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া (Aakash Chopra) সরব হলেন।

বুধবার বিসিসিআই ২০২৪-২৫ সালের ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে। তবে এই চুক্তিতে উল্লেখযোগ্যভাবে ঈশান কিষাণ (Ishan Kishan), শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদবের (Umesh Yadav) সঙ্গে যুজবেন্দ্র চাহালও জায়গা পাননি। ৩৩ বছর বয়সী এই স্পিনার ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি বর্তমানে জাতীয় দলে সেইভাবে জায়গা পাচ্ছেন না।

এবার চাহালের বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি না পাওয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আকাশ চোপড়া বলেন, “আমি কিছুটা অবাক হয়েছি যে যুজবেন্দ্র চাহালের নাম তালিকায় নেই। চেতেশ্বর পূজারা, আকিঙ্কা রাহানে (Ajinkya Rahane), শিখর ধাওয়ানের নাম না থাকা বুঝতে পারছি। এমনকি দীপক হুডারও (Deepak Hooda) নাম নেই। কিন্তু চাহালের নাম না থাকার মানে কী? এটা ইঙ্গিত করে যে বিসিসিআই অন্য ক্রিকেটারদের দিকে তাকিয়ে আছে। আসল কারণ এটাই হতে পারে। তার কাছে হয়তো এটা আশার আলো ছিল কিন্তু তা হয়নি। চাহালের নাম তালিকায় নেই।”

যুজবেন্দ্র চাহাল শেষ ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে গত বছর ১৩ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামেন। উল্লেখ্য তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ৭২ টি একদিনের ম্যাচে ১২১ টি উইকেটের সঙ্গে ৮০ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৯৬ টি উইকেট সংগ্রহ করেছেন। অন্যদিকে গত বছর আইপিএলে (IPL) চাহাল অসাধারণ ফর্মে ছিলেন। তিনি ১৪ ম্যাচে ২১ টি উইকেট সংগ্রহ করে টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন। এই বছরও চাহাল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে মাঠে নামবেন।