না‌ খেলেই গ্রেড ‘A’ চুক্তি পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন অনেকে, এবার ঘরোয়া ক্রিকেট খেলবেন, BCCI-কে জানালেন হার্দিক

বুধবারই প্রকাশিত হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেন্দ্রীয় চুক্তি (BCCI Central Contract 2023-24)। যেখানে অনেক কিছুরই হেরফের ঘটেছে। বিসিসিআইয়ের আইন অমান্য করে রঞ্জি ট্রফি (Ranji Trophy 2024) না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং ঈশান কিষাণকে (Ishan Kishan) বরখাস্ত করার পর এবার কথা উঠছে ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে।

বিশ্বকাপ থেকে চোটে থাকলেও বর্তমানে চোট সারিয়ে ক্রিকেটে ফিরেছেন হার্দিক। কিন্তু তিনিও রঞ্জি না খেলেই ডিওয়াই পাটিল টি-২০ টুর্নামেন্টে (DY Patil T20 Tournament) খেলছেন। অনেকেই তার দিকেও আঙ্গুল তুলেছেন কারণ একদিন আগেই প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় ‘গ্রেড এ’ হার্দিককে রেখেছে বিসিসিআই। এবার তার ক্ষেত্রেও ঈশান-শ্রেয়াসদের মতো হল না কেন! এই নিয়েও প্রশ্ন করেছেন অনেকেই।

এবার সাম্প্রতিক একটি সূত্রের খবর থেকে জানা গছে যে, হার্দিক পান্ডিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, যদি বছরের কোনোসময় কোনোরকম আন্তর্জাতিক ম্যাচ না থাকে, তাহলে সেইসময় তিনি ডোমেস্টিকে সাদাবলের ম্যাচগুলি খেলবেন। তবে ঘরোয়া ক্রিকেটে লালবলের ম্যাচ খেলার কথাও তিনি তোলেননি কোথাও।

এর থেকে স্পষ্ট, লালবলের ক্রিকেট নিয়ে হয়তো আর বেশিদূর ভাবছেন না হার্দিক পান্ডিয়া। তাই ঘরোয়া ক্রিকেটে লালবলের ম্যাচ খেলা নিয়ে কিছুই বলেননি তিনি। যদিও ভারতের হয়ে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলেছেন তাও প্রায় ছয় বছরের কাছাকাছি হয়ে গেল। অন্যদিকে বছর খানেক আগেই কথা উঠছিলো যে, তিনি সাদা বলের ক্রিকেটে ফোকাস করার জন্য লালবল থেকে অবসর নিতে চান।