সামনে এলো আবুধাবি নাইট রাইডার্স এর নতুন জার্সি, IPL 2024-এ একই জার্সি হতে পারে KKR-এরও

গত বছর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স মাত্র একটি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল।

বিশ্ব ক্রিকেটে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। প্রতি বছরই এক একটি নতুন দেশ এই লিগ শুরু করার চেষ্টা চালাচ্ছে। গত বছর সংযুক্ত আরব আমিরাত ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (International League T20) শুরু করে। এবার ২০২৪ সালে শুরু হতে যাওয়া এই লিগের আগেই নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি নতুন জার্সি প্রকাশ করলো।

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএলের অন্যতম সফল একটি ফ্রাঞ্চাইজি। বলিউড তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) সহ মালিকানাধীন এই দলের সহকারী দল একাধিক ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করে থাকে। এদের মধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premier League) ত্রিনবাগো নাইট রাইডার্স (Trinbago Knight Riders), মেজর লিগ ক্রিকেটে (Mejor League Cricket) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স (Los Angeles Knight Riders) অন্যতম। অন্যদিকে গত বছর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স (Abu Dhabi Knight Riders) আত্মপ্রকাশ করে।

তবে গত বছর আবুধাবি নাইট রাইডার্স উদ্বোধনী মরসুমে খুবই খারাপ পারফরমেন্স করে ভক্তদের হতাশ করেছে। তারা এই টুর্নামেন্টের লিগ পর্যায়ে ১০ ম্যাচের মধ্যে মাত্র ১ টিতে জয়লাভ করেছিলো। অন্যদিকে এই বছর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। সুনীল নারিনের (Sunil Narine) নেতৃত্বে আবুধাবি নাইট রাইডার্স এই বছর ঘুরে দাঁড়াতে চাইছে। ইতিমধ্যেই তাদের নতুন জার্সি প্রকাশিত হয়েছে‌।‌ সোনালী এবং বেগুনী রঙের জার্সিতে নতুন ধরণের নক্সা নাইট ভক্তদের মনে জায়গা করে নিয়েছে।

মনে করা হচ্ছে এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলকেও এই জার্সিতে মাঠে নামতে দেখা যেতে পারে। কারণ প্রতিটি ফ্রাঞ্চাইজি লিগে নাইটদের প্রায় একই ধরনের জার্সি পড়তে দেখা যায়। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীর (Gautam Gambhir) আবার মেন্টর হিসাবে ফিরে এসেছেন। এছাড়াও দলটি ২০২৪ আইপিএলের আগে মিচেল স্টার্কের (Mitchell Starc) মতো ক্রিকেটকে রেকর্ড দামে নিজেদের দলে তুলে নিয়েছে।