I- League-এ চলতি ম্যাচে কাশীর প্লেয়ারের মুখে থুতু দেওয়ার অভিযোগ, বিতর্কিত ভারতীয় ফুটবল

বিশ্ব মঞ্চে ভারতীয় ফুটবলের মান বাড়ছে না কমছে তা নিয়ে বিতর্ক লেগেই আছে। তবে ভারতের বিভিন্ন ক্লাব ফুটবলে বিদেশি তারকাদের অংশগ্রহণ তরুণ ফুটবলারদের উদ্বুদ্ধ করার সঙ্গে সঙ্গে অন্য দেশের কাছে নিজেদের দেশের ভাবমূর্তিকেও তুলে ধরে। তবে গতকাল ঘটা এক কলঙ্কিত ঘটনা ভারতীয় ফুটবলের অনেকটাই মাথা নিচু করে দিলো।

গতকাল অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ভারতের অন্যতম ফুটবল টুর্নামেন্ট আই-লিগে (I-league) ইন্টার কাশী (Inter Kashi) রিয়াল কাশ্মীরের (Real Kashmir) বিপক্ষে মাঠে নামে। উত্তেজনাপূর্ণ ম্যাচে কাশীর হয়ে ম্যাচের ৭৬ মিনিটে এম বারকো (M Barco) অসাধারণ গোল করে দলকে প্রথমেই এগিয়ে দেন। তবে ম্যাচের সময় যত এগোতে থাকে উত্তেজনা আরও বাড়তে থাকে। কাশ্মীরের কিসেক্কা (Kisekka) ম্যাচের ৯০+৬ মিনিটে দলের হয়ে সমতা ফেরান।

অন্যদিকে ম্যাচের শেষের দিকে এসে এক সময় দুই দলের ফুটবলাররা একে অপরের সঙ্গে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়িয়ে যায়। এই ঘটনা চলাকালীন ইন্টার কাশীর অন্যতম ফুটবলার পিটার হার্টলি (Peter Hartley) অভিযোগ করেন রিয়াল কাশ্মীরের শাহের শাহিন (Shaheer Shaheen) তার মুখে থুথু ফেলেছেন। এর ফলে শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি রেফারির কাছে জোরালো আবেদন জানান। কিন্তু রেফারি পিটার হার্টলিকেই ম্যাচের ৯০+৯ মিনিটে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেন।

এরপর এই ইংলিশ ফুটবলার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আবেগপ্রবণ মন্তব্য পোস্ট করে লেখেন, “১৭ বছর আমি পেশাদার ফুটবল খেলেছি। আজ রিয়াল কাশ্মীরের ১৬ নম্বর জার্সি আমার মুখে থুথু ফেলেছে। আমি ৪ বছর ধরে ভারতে খেলছি। এটা ফুটবলে কখনোই গ্রহণযোগ্য নয় এবং অবশ্যই ভারতের সংস্কৃতিতেও এটা গ্রহণযোগ্য নয়। আমি এই ফুটবলারের বিপক্ষে অভিযোগ জানানোর জন্য সমস্ত রকম বিকল্প কাজে লাগাবো।” উল্লেখ্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।