মেসি মেসি রব শুনে‌ অশালীন আচরণ রোনাল্ডোর, এবার নিষেধাজ্ঞা সহ জরিমানা খেতে চলেছেন CR7

সৌদি প্রো লিগে (Saudi Pro League) দর্শকদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি করে বিতর্কের জন্ম দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তার আচরণ খতিয়ে দেখা হচ্ছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রোনাল্ডো কান ধরে শোনার ভঙ্গি করেন এবং বারবার তার যৌনাঙ্গের কাছে হাত নাড়াচ্ছেন।

মনে করা হচ্ছে, এমন আপত্তিকর অঙ্গভঙ্গি করে তার দল আল নাসারের (Al Nassr) প্রতিদ্বন্দ্বী দল আল শাবাবের (Al-Shabab) সমর্থকদের উত্যক্ত করেছেন রোনাল্ডো। রোববারের ম্যাচে আল নাসর ৩-২ গোলে আল শাবাবকে পরাজিত করে। এই ভিডিওতে দর্শকদের ‘মেসি মেসি’ বলে স্লোগান দিতে শোনা যায়।

সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অশ্লীল অঙ্গভঙ্গি করার দায়ে রোনাল্ডোকে দুই ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। যদিও রোনালদো তার বার্ষিক বেতনের ১৭৫ মিলিয়ন পাউন্ড (২২২ মিলিয়ন ডলার) আর্থিক জরিমানা নিয়ে চিন্তিত হবেন না, তবে এই নিষেধাজ্ঞা তার এবং তার দলের জন্য একটি ধাক্কা হবে। বৃহস্পতিবার আল-হাজামের বিপক্ষে লিগ ম্যাচে আর খেলতে পারবেন না পর্তুগিজ তারকা, এক সপ্তাহ পর আল নাসরে অনুষ্ঠিতব্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও খেলতে পারবেন না এই পর্তুগিজ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরব ফুটবল ফেডারেশন ঘটনাটি তদন্ত করে দেখছে। নিষিদ্ধ হতে পারেন রোনালদো। আল নাসরের পরের ম্যাচ বৃহস্পতিবার। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দেন রোনালদো। লিগে এখন পর্যন্ত ২২ গোল করেছেন তিনি। এর মধ্যে রয়েছে আল শাবাবের বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি গোল।