পিছিয়ে থেকেও‌ শেষ‌ মুহূর্তে জয় ছিনিয়ে নিল মোহনবাগান, কলকাতা ডার্বিতে ড্র-তেই থামলো কলিঙ্গ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

আজ এক জমজমাট কলকাতা ডার্বির সাক্ষী হল কলকাতাবাসী। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল এফসি।

আজ এক জমজমাট কলকাতা ডার্বির সাক্ষী হল কলকাতাবাসী। আজ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে (ISL 2023-2024) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল এফসি (Mohunbagan Super Giants vs East Bengal FC)। এই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকার পাশাপাশি টিভির পর্দাতেও চোখ রেখেছিলেন অনেকে। শেষপর্যন্ত ম্যাচটি কারোর ভাগ্যেই যায়নি। স্কোরলাইন ২-২ থাকায় ড্র হয়েছে ম্যাচটি।

আজ কলকাতা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শক ভর্তি স্টেডিয়ামের মাঝে রেফারির বাঁশির ধ্বনিতে শুরু হয় আজকের কলকাতা ডার্বিটি। শুরু হতেই উত্তেজনার মাঝেই প্রথম মিনিটেই ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। তবে সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। এরপর ৩ মিনিটের মাথাতেই গোল দেয় ইস্টবেঙ্গল। অজয় ছেত্রীর (Ajoy Chhetri) গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

তবে খুব বেশিক্ষণ না, মাত্র ১৭ মিনিটের মাথায় গোল শোধ করে সবুজ-মেরুণরা। আর্মান্দো সাদিকুর (Armando Sadiku) পা থেকে আসে মোহনবাগানের প্রথম গোলটি। স্কোরলাইন দাঁড়ায় ১-১। এবার দুইদলই গোলের সন্ধানে মরিয়া হয়ে পড়ে। এদিকে ২৯ মিনিটে হলুদ কার্ড দেখেন মোহনবাগানের কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। তার পরক্ষণেই হলুদ কার্ড দেখেন মোহনবাগান অধিনায়ক শুভাশিষ বোস (Subhasish Bose)। ৪৪ মিনিটে একটি গোল করার সুযোগ পায় ইস্টবেঙ্গল, কিন্তু ব্যর্থ হয় সবুজ মেরুণের গোলরক্ষকের সামনে। এরপর গোলের দেখা মেলেনি দুই দলেরই। ১-১ থেকে ড্র হয় ম্যাচের প্রথমার্ধ।

এবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই বল তুলতে দেখা যায় ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটে মহেশকে ধাক্কা দেওয়ায় পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু পেনাল্টি নিতে কোনোরকম ভুল করেননি ক্লেটন সিলভা (Cleiton Silva)। ২-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এবার চিন্তার ছাপ দেখা যায় মোহনবাগানের সমর্থকদের মুখে। ৬১ মিনিয়ে ফ্রি-কিকের সুযোগ পেয়েও সুযোগ হাত ছাড়া করে মোহনবাগান। গোলের জন্য শতচেষ্টা করলেও, গোল দিতে পারেনি সবুজ-মেরুণ। শেষমেষ ৮৭ মিনিটে গোল দিয়ে গোল শোধ করেন মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratoes)। পুরো স্টেডিয়ামের আর্তনাদ বলে দিচ্ছিলো, এই গোলটির গুরুত্ব ঠিক কতটা। নির্ধারিত সময় পর্যন্ত ২-২ থাকায়, ম্যাচটি ড্র বলে ঘোষিত হয়।