‘শুধু গোল করা ছাড়া আমরা ভালো খেলেছি’, AFC Asian Cup-এ খালি হাতে ফিরেও আশা দেখাচ্ছেন স্টিমাচ

প্রথমে অস্ট্রেলিয়া ও পরে উজবেকিস্তানের কাছে হারের পরেও সিরিয়ার সাথে ম্যাচ খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রীরা। এই ম্যাচ জিততে পারলেও ১৬ দলের রাউন্ডে পৌঁছাতে পারতো ভারত, কিন্তু গতকাল সিরিয়ার কাছে হেরে সেই আশাও চূর্ণ-বিচূর্ণ হয় ভারতের।

গতকাল সিরিয়ার কাছে ১-০ গোলে হারের পর এএফসি এশিয়ান কাপ ২০২৪ (AFC Asian Cup 2024) থেকে বিদায় নিয়েছে ভারত (India vs Syria)। একটিও পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে হয়েছে ভারতকে। কিন্তু এই বিদায়ের পরেও খুব একটা দুঃখিত নন ভারতীয় দলের প্রধান কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। তার কথায় এই টুর্নামেন্ট ভারতের কাছে কিছু শিক্ষণীয় বিষয় ছিল।

প্রথমে অস্ট্রেলিয়া ও পরে উজবেকিস্তানের কাছে হারের পরেও সিরিয়ার সাথে ম্যাচ খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। এই ম্যাচ জিততে পারলেও ১৬ দলের রাউন্ডে পৌঁছাতে পারতো ভারত, কিন্তু গতকাল সিরিয়ার কাছে হেরে সেই আশাও চূর্ণ-বিচূর্ণ হয় ভারতের। এই হারের পর খুবই দুঃখিত হয়ে পড়েছে ভারতীয় ফুটবল প্রেমীরা। এমন সময়ে ভারতীয় ফুটবল দলকে নিয়ে অনেক কিছু কথা বললেন কোচ ইগর স্টিমাচ।

ইগর স্টিমাচ ভারতীয় দলের সমস্ত ভুল উপেক্ষা করে এই টুর্নামেন্টকে শিক্ষণীয় বিষয় হিসাবে দেখছেন। আবার নতুন করে ভারতীয়দের স্বপ্ন দেখান তিনি। স্টিমাচ ম্যাচ শেষে বলেছেন, “সিরিয়া দলকে অভিনন্দন। এটি আমাদের জন্য ভালো শেখার অভিজ্ঞতা ছিল, কারণ আমি বলবো সামগ্রিকভাবে, তিনটি খেলায় আমরা প্রমাণ করেছি যে আমরা এই স্তরে এসেও প্রতিদ্বন্দ্বীতা করতে পারি। সকলেই দেখছে ভারতীয় দলের খেলায় অনুপস্থিত পয়েন্টগুলি কী সেটা, যেমন গোল করা।”

এখানেই শেষ নয়, স্টিমাচ আরও জানিয়েছেন, “আমরা এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি এবং এএফসি এশিয়ান কাপের পরবর্তী সংস্করণে, আমরা অবশ্যই অনেকটা শক্তিশালী হতে চলেছি।” স্টিমাচের কথা থেকে স্পষ্ট যে, এই হার থেকে ভারত অনেক কিছু শিখেছে। যা আগামীদিনে ভারতীয় দলকে বড় জায়গায় সেরা পারফরমেন্স করে তুলতে সাহায্য করবে।