মিলল ১২ বছরের অপেক্ষার ফল, টানটান ম্যাচে ওড়িশাকে হারিয়ে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল

২০১২ সালের ফেডারেশন কাপের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, ২০২৪ এর কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হল লাল-হলুদ বাহিনী।

রবিবার সম্পন্ন হল কলিঙ্গ সুপার কাপ ২০২৪ (Kalinga Super Cup 2024)। যেখানে ওড়িশা এফসিকে (Odissa FC) হারিয়ে জয়লাভ করলো ইস্টবেঙ্গল এফসি (EastBengal FC)। ২০১২ সালের ফেডারেশন কাপের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, ২০২৪ এর কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হল লাল-হলুদ বাহিনী। কলিঙ্গ স্টেডিয়ামেই ওড়িশাকে ৩-২ গোলে হারালো কার্লেস কুয়াদ্রেতের দল।

কয়েক মাস আগেই ডুরান্ড কাপ ফাইনাল হারে ইস্টবেঙ্গল। তার মাস কয়েকের মধ্যেই আবারও একটি টুর্নামেন্টের ফাইনালে ওঠে তারা। এইদিন কলিঙ্গর দর্শকপূর্ণ মাঠকে সাক্ষী রেখে জয়ের উদ্দেশ্যে নেমেছিল তারা। ম্যাচ শুরু হতেই মাত্র ৪ মিনিটেই ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। সেই প্রথম সুযোগই কোনো কাজে আসেনি তাদের। এরপর ১২ মিনিটেও সুযোগ তৈরি করেও গোল মিস করেন ওড়িশার রয় কৃষ্ণা (Roy Krishna)।

৩৯ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ওড়িশার ডিয়েগো মরিসিও (Diego Mauricio)। তারপর ইস্টবেঙ্গল শতচেষ্টা করলেও, গোল করতে হিমশিম খাচ্ছিলো। প্রথমার্ধ শেষ পর্যন্ত ১-০ গোলেই এগিয়ে ছিল ওড়িশা। এরপর দ্বিতীয়ার্ধ শুরু হতেই বেশ জমকালোভাবে নামে দুই দল। ইস্টবেঙ্গল দল পরিবর্তনের সহিতই মাঠে নামে। ৫২ মিনিটের মাথায় গোল শোধ করেন ইস্টবেঙ্গলের নন্দকুমার (Nandha Kumar)। সমতায় ফেরে ইস্টবেঙ্গল। আবারও তার ৯ মিনিট পরেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল, পেনাল্টি নিতে এসে কোনোরকম ভুল না করেই জালে বল জড়ান সল ক্রেসপো (Saul Crespo)।

পিছিয়ে থাকতে থাকতে হঠাৎই ২-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এই স্কোরলাইনেই ৯০ মিনিট পার করে এই ম্যাচ। তারপর বাড়তি ৮ মিনিট সময়ে পেনাল্টি পায় ওড়িশা। ওই পেনাল্টিতে গোল দিয়েই ম্যাচে প্রাণ ফেরান ওড়িশার জহৌ (Jahouh)। শেষমেষ আরও সময়ের জন্য খেলাটি চালনা করা হয়। প্রথম কোয়ার্টারে ২-২ এ শেষ হলেও, দ্বিতীয় কোয়ার্টার চলাকালীন ১১১ মিনিটে গোল দিয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেটন সিলভা (Cleiton Silva)। এরপর ওড়িশা মরিয়া হয়ে পড়লেও আর গোল দিতে পারেনি। চোখের সামনে দিয়ে ৩-২ এ ম্যাচটি জয়লাভ করে কলিঙ্গ সুপার কাপ নিজের নাম করে ইস্টবেঙ্গল।