চোটের কারণে খেলেননি রোনাল্ডো, তারপরেও আল নাসেরের কাছে ৬-০ গোলে দুঃস্বপ্নের হার মেসির ইন্টার মায়ামির

বহু প্রতীক্ষার পর আজ ম্যাচ শুরু হতে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি খেললেও, আল নাসেরের হয়ে খেলতে দেখা যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তা সত্ত্বেও ৬-০ গোলে মেসিদের হারিয়ে জিতেছে আল নাসের।

আজ মাঝ রাতে ভিড়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল নাসের (Al Nassr FC) এবং লিওনেল মেসির (Lionel Messi) ইন্টার মায়ামি এফসি (Inter Miami FC)। এই ম্যাচ দেখার পর উত্তেজিত ছিল ফুটবলপ্রেমীরা। ম্যাচ দেখার জন্য অপেক্ষা করতে পারছিল না মেসি-রোনাল্ডো দুজনেরই ভক্তরা। কিন্তু ম্যাচ শুরু হতে দেখা যায় মেসি খেললেও, আল নাসেরের হয়ে খেলতে দেখা যায়নি রোনাল্ডোকে। তা সত্ত্বেও ৬-০ গোলে মেসিদের হারিয়ে জিতেছে আল নাসের।

ম্যাচের আগে অবশ্য রোনাল্ডো ভক্তরা কিছুটা অস্বস্তিতে ছিলেন, যে রোনাল্ডো খেলবেন কিনা। ম্যাচের লাইনআপ ঘোষণা হতেই দেখা যায়, দলে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চোটের কারণে দর্শক হিসাবে থেকে যেতে হয় তাকে। যতই রোনাল্ডো না থাকুক এই ম্যাচ ছিল দুই দলের জন্য সম্মানের লড়াই। রোনাল্ডোকে ছাড়াই যেভাবে খেলে ম্যাচটিকে নিজেদের নাম করেছে আল নাসের, তা সত্যিই খুব প্রশংসনীয়।

ম্যাচ শুরু হতেই ৩ মিনিটের মাথায় গোল দেন আল নাসেরের ওটাভিও (Otavio)। এরপর ১০ মিনিটে ফের গোল দেয় আল নাসের, এবার তালিস্কার (Taliska) পা থেকে আসে গোলটি। পরক্ষণেই ১২ মিনিটে ফের গোল হজম করে ইন্টার মায়ামি, এবার গোলটি দেন লাপোর্তে (A. Laporte)। মাত্র ১২ মিনিটেই তুখর ছন্দে দেখা যায় আল নাসেরকে। গোল আটকাতে অক্ষম থেকে যায় মেসির ইন্টার মায়ামি। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলে।

এরপর কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করে মেসির ইন্টার মায়ামি। কিন্তু দ্বিতীয়ার্ধেও সেই সুযোগ পায়নি তারা। দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর পেনাল্টির সুযোগ পেয়ে ৫১ মিনিটে ফের গোল দেয় আল নাসের, এবারও গোলটি করেন তালিস্কা। তারপর ৬৮ মিনিটে ফের গোল দিয়ে আল নাসের, এবারের গোলটি করেন এম. মারান (M Maran)। এখানেই শেষ নয়, ৭৩ মিনিটের মাথায় এই ম্যাচের তৃতীয় গোলটি তুলে নেন তালিস্কা। আল নাসেরের ছিল এটি ষষ্ঠ গোল। মেসিকে শেষের দিকে নামানো হয়েছিল এই ম্যাচে। তা সত্ত্বেও এই ৬-০ এর স্কোরলাইনে হারতে হয়েছে ইন্টার মায়ামিকে।