ডুরান্ড কাপের প্রথম ম্যাচে আগুন ঝরালো মোহনবাগান, লিস্টন,সুহেলের কেরামতিতে ৫-০ গোলে বাংলাদেশ আর্মিকে উড়িয়ে দিল সবুজ-মেরুনরা

হাফ টাইমের আগেই প্রায় ম্যাচের ফলাফল নিশ্চিত হয়ে গেছিল ভক্তদের কাছে। তবে বিরতির পর ফিরে এসে সেই একই ছন্দে খেলতে থাকে মোহনবাগান।

আজ এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cup) শুরু হল। ১৮৮২ সাল থেকে চলছে এই ফুটবল টুর্নামেন্টটি। এই বছর এটি হলো ডুরান্ড কাপের ১৩২ তম আসর। আজ এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়েন্টস (Mohun Bagan Super Giant) এবং বাংলাদেশ আর্মী (Bangladesh Army)।

ম্যাচ শুরুর আগে থেকেই ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথম থেকেই ম্যাচে আধিপত্য দেখা যায় মোহনবাগানের। ১৫ মিনিটের মাথায় বিপক্ষের গোলে বল ঢুকিয়ে দেন লিস্টন কোলাকো (Liston Colaco)। প্রথম গোলের রেস কাটাতে না কাটাতেই আবার গোল করে সবুজ-মেরুন।

মাঠের মধ্যে ধাক্কাধাক্কিতে পেনাল্টি পায় মোহনবাগান। তার পুরোপুরি সদ্ব্যবহার করে জালে বল জড়ান মনভীর সিং (Manvir Singh)। দশ মিনিটের মাথায় আবার লিস্টনের দুর্দান্ত অ্যাসিস্টে গোল করেন মোহনবাগানের পোস্টার বয় সুহেল ভাট (Suhail Bhat)।

হাফ টাইমের আগেই প্রায় ম্যাচের ফলাফল নিশ্চিত হয়ে গেছিল ভক্তদের কাছে। তবে বিরতির পর ফিরে এসে সেই একই ছন্দে খেলতে থাকে মোহনবাগান। বাংলাদেশ আর্মীকে একফোটাও সুযোগ দেয়নি তারা। ৫৮ মিনিটের মাথায় আবার একবার লিস্টনের অ্যাসিস্টে লালরিনলিয়ানা নামতের পায়ে আরো এক গোল পায় বাগান। তবে এখানেই থেমে থাকেনি তারা। ম্যাচের একদম শেষ পর্যায়ে ৯০ মিনিটের মাথায় বিপক্ষকে আরো একটি গোল ঠুকে দেন কিয়ান নাসেরি। ম্যাচ শেষ‌ হয় ৫-০ স্কোরে। এর সাথে সাথে ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই বড় জয় দিয়ে সফর শুরু করে মোহনবাগান।