IPL 2024: লখনউয়ের আন্তর্জাতিক তারকা পেসারকে দলে নিল রাজস্থান, পরিবর্তে দিল আরেক আন্তর্জাতিক তরুণ ব্যাটসম্যানকে

এর আগে পর্যন্ত শুধুমাত্র রোমারিও শেফার্ডকে ট্রেডের মাধ্যমে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এর বাইরে হাজারও জল্পনা উঠে এলেও কোনো নিশ্চিত খবর আসেনি।

আর হাতে গোনা কয়েকটি দিন বাকি রয়েছে আইপিএল ২০২৪ নিলাম (IPL 2024 Auction) শুরু হতে। তার আগেই এইমাসের ২৬ তারিখ কোন দল কাকে ছাড়বে, কাকে রাখবে তা নিশ্চিত হয়ে যাবে। এখনো পর্যন্ত শুধুমাত্র রোমারিও শেফার্ডকে (Romario Shephard) ট্রেডের মাধ্যমে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আর তিনদিন পরেই সমাপ্ত হবে ওই অদলবদল। এর মধ্যেই আর একটি খবর উঠে আসছে।

একদিকে খবর পাওয়া যাচ্ছে, বাঁ-হাতি ভারতীয় ব্যাটসম্যান দেবদূত পাডিক্কলকে (Devdutt Padikkal) ছেড়ে দিতে চলেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অন্যদিকে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) থেকেও খবর উঠে আসছে, তারাও তাদের ফাস্ট বোলার আবেশ খানকে (Avesh Khan) ছেড়ে দিতে পারে। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, এই দুই দল এদের দুজনকে ট্রেড করে অদলবদল করে নিতে পারে। যদিও এই বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান দেবদূত পাডিক্কল ৭.৭৫ কোটি টাকার বিনিময়ে দলের সাথে যুক্ত ছিলেন। অন্যদিকে, আবেশ খান ১০ কোটি টাকায় লখনউ সুপার জায়েন্টসে খেলতেন। যদি তাদের মধ্যে ট্রেড বিষয়টি নিশ্চিত হয়, তা শীঘ্রই জানিয়ে দেবে ফ্র‍্যাঞ্চাইজির অফিসিয়াল পেজগুলি। জানা গেছে, আবেশ খান লখনউ ছেড়ে রাজস্থানে যেতে প্রস্তুত। এবার পাডিক্কল এবং রাজস্থান রয়্যালসের মতামত নিয়েই তা নিশ্চিত করা হবে।

এর আগে দেবদূত পাডিক্কল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে খেলতেন। তখন ওই ফ্র‍্যাঞ্চাইজির হয়ে বেশ নজর কেড়েছিলেন তিনি। কিন্তু রাজস্থানে যোগ দিতেই তাকে ব্যাট হাতে কিছুটা পরিস্থিতি মোকাবিলা করতে দেখা গেছে। ২০২২ এবং ২০২৩ আইপিএলে মোট ২৮টি ম্যাচে ২৩.৫৯ এর গড়ে এবং ১২৫.৮৮ স্ট্রাইক রেটে ৬৩৭ রান করেছেন পাডিক্কল। এছাড়া মাত্র তিনটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু আরসিবির হয়ে পাডিক্কল ৬ টি হাফসেঞ্চুরি এবং ১ টি সেঞ্চুরিও করেছিলেন। তাই হয়তো তাকে ছেড়ে দিতে চাই রাজস্থান রয়্যালস।