দেরি হলেও রয়েছে সুযোগ, এই কাজ করলে এখনো BCCI-এর‌ থেকে কেন্দ্রীয় চুক্তি পেতে পারেন শ্রেয়াস-কিষান

শ্রেয়াস আইয়ারকে চোট থেকে পুরোপুরি সেরে ওঠার সুযোগ দিতে ওয়ানডে বিশ্বকাপের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল ভারতীয় দল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। দু’জনেই গত কয়েক বছর ধরে সাদা বলের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার স্থায়ী অংশ হয়ে উঠেছিলেন। শ্রেয়স আইয়ার অল ফর্ম্যাট প্লেয়ার ছিলেন। দুজনের মধ্যেই প্রতিভার অভাব নেই, তবে চুক্তি না পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ দুই ক্রিকেটারের অবাধ্যতা, যা তারা জাতীয় দলের হয়ে খেলার সময় দেখিয়ে দিয়েছে।

ঈশান কিষাণ ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন এবং সম্প্রতি ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে (DY Patil T20 Tournament) ফিরেছিলেন। অন্যদিকে আইয়ারকে জাতীয় ক্রিকেট একাডেমি (NCA) ফিট ঘোষণা করলেও পরের ম্যাচগুলিতে ভারত বা মুম্বাইয়ের হয়ে খেলেননি।

কেন্দ্রীয় চুক্তির সুপারিশ করার দায়িত্বে থাকা নির্বাচকরা হতাশ হয়েছিলেন যে ঈশান কিষাণ খেলা থেকে দূরে থাকা সময়টি বরোদায় তার আইপিএল অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সাথে প্রশিক্ষণের জন্য ব্যবহার করেছিলেন। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি না খেলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক-মরশুম শিবিরে ছিলেন শ্রেয়স আইয়ার।

তবে আইয়ার এখন মুম্বাইয়ের সেমিফাইনাল ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। বিসিসিআইয়ের এক আধিকারিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইয়ার ও কিষাণের সামর্থ্য নিয়ে নির্বাচকদের কোনও সংশয় নেই। তবে এনসিএ যদি তাকে ফিট মনে করে কিন্তু তিনি টেস্ট সিরিজের জন্য নিজেকে অনুপলব্ধ রাখেন, তবে বিসিসিআই তাকে চুক্তি দিতে পারে না। যদি আইপিএলের পর তাকে দলে নেওয়া হয় এবং সে প্রো-রাটা চুক্তির সব মানদণ্ড পূরণ করে (নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনটি টেস্ট, ৮টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলবে), তাহলে তাকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে।

কোনও সন্দেহ নেই যে আইয়ার এবং কিষানের অপরিসীম প্রতিভা রয়েছে। শ্রেয়াস আইয়ারকে চোট থেকে পুরোপুরি সেরে ওঠার সুযোগ দিতে ওয়ানডে বিশ্বকাপের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল ভারতীয় দল। ঋষভ পান্থের অনুপস্থিতিতে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা ঈশান কিষাণ ছিলেন ভারতের টেস্ট উইকেটকিপার। তবে আইপিএলের প্রস্তুতির সময় ঝাড়খণ্ডের হয়ে খেলার চেয়ে ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দেওয়ার তার সিদ্ধান্ত নির্বাচকদের ক্ষুব্ধ করেছিল।

অন্যদিকে ফিটনেস রিপোর্ট এবং এনসিএর মূল্যায়নের মধ্যে অমিলের কারণে আইয়ারের পাতা কেটে ফেলা হয়েছিল। লম্বা ইনিংসের সময় শ্রেয়স আইয়ার তার পিঠে সমস্যার কথা বললেও মেডিক্যাল স্টাফদের মতে, তার কোনও ধরনের চোট লাগেনি। তৃতীয় ও চতুর্থ টেস্ট থেকে তার বাদ পড়ার কোনও কারণ জানায়নি বিসিসিআই। পরে জানা যায় যে আইয়ারের পিঠে ব্যথা ছিল যার কারণে তিনি রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বাইয়ের হয়ে খেলতে পারেননি।