ইডেন গার্ডেন্স পেল IPL 2023-এর সেরা পিচ ও মাঠের তকমা, জানুন কত টাকা দেওয়া হল পুরস্কার হিসেবে

সেরা পিচ এবং মাঠের দিক থেকে সেরা স্টেডিয়াম দুটিকে ৫০ লক্ষ টাকা পুরষ্কার করা হয় আইপিএলের তরফে।

বহু অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল সমাপ্ত হয় আইপিএল ২০২৩ (IPL 2023) এর। গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ফাইনালে হারিয়ে এই নিয়ে পঞ্চমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ম্যাচ শেষে সেরা ক্রিকেটারদের পাশাপাশি উঠে আসে দুইমাস ব্যাপী এই টুর্নামেন্টের সেরা পিচ এবং মাঠ (Best Pitch and Ground Award) কোনটি।

৭০ টি লিগ ম্যাচ, প্লেঅফের ৪ টি ম্যাচের শেষ হওয়ার পর সেরা পিচ এবং মাঠ বেছে নেওয়া হয়। ১২ টি স্টেডিয়াম জুড়ে খেলা হয় এবারের আইপিএল। তার মধ্যে ২ টি স্টেডিয়ামকে সেরা পিচ এবং মাঠ বলে আখ্যা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। যার মধ্যে একটি হল কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens, Kolkata) এবং অন্যটি হল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium, Mumbai)।

সেরা পিচ এবং মাঠের দিক থেকে সেরা স্টেডিয়াম দুটিকে ৫০ লক্ষ টাকা পুরষ্কৃত করা হয় আইপিএলের তরফে। এই টাকা চলে যাবে সেই সমস্ত রাজ্যে, এমনটাই জানা গেছে। বাকি পুরষ্কারগুলির মতো এটিও একটি বড় পুরষ্কার। গ্রাউন্ডসম্যানদের কঠোর পরিশ্রমের জন্য এই জায়গায় উঠে এসেছে মাঠগুলি। এই পুরষ্কারের জন্য সেই সকল মানুষের ভূমিকাই সবথেকে বেশি।

অনেক বিশেষজ্ঞরাও আগেও এই দুই স্টেডিয়ামের পিচকে সেরা বলে দাবী করেছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের আদর্শ পিচ ও মাঠ বলে মনে করেন অনেক কিংবদন্তী ক্রিকেটার। ব্যাটিংয়ে বড় রান থেকে শুরু করে বোলিংয়ে কিছুটা সাহায্যও পাওয়া গেছে এই দুটি মাঠেই। তাই আইপিএল কর্তৃপক্ষের নজর কেড়েছে এই দুই স্টেডিয়ামের পিচগুলি।

ইডেন গার্ডেন্স কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ঘরের মাঠ হলেও, সেরকমভাবে সুযোগ নিতে পারেনি এই দল। ৭ টি ম্যাচে মাত্র ২ টিতে জিতেছে তারা। অন্যদিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুযোগ ভালোই কাজে লাগিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ৭ টি ম্যাচে ৫ টিতে জয়লাভ করেছে তারা।