হার্দিকের অনুপস্থিতিতে ৬নং বোলিং না থাকায়, দক্ষিণ আফ্রিকা ম্যাচে হাত ঘোরাবে কোহলি, এমনটাই ইঙ্গিত রাহুল দ্রাবিড়ের

রবিবার কলকাতায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেই হার্দিক পান্ডিয়ার পরিবর্তে ষষ্ঠ বোলার নিয়ে ভক্তদের চোখ কপালে ওঠার মতো মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

চলতি বিশ্বকাপের (World Cup 2023) গ্রুপপর্বের শেষের দিকে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই খবর শুনে খুবই দুঃখিত ভারতীয়রা। হার্দিক ছিটকে যাওয়ায় নক আউট ম্যাচ নিয়ে চিন্তায় ভারত। ষষ্ঠ বোলার হিসাবে কে ভারতের হয়ে বোলিং করবে, সেই বিষয়টিও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রবিবার কলকাতায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচের আগেই সেই নিয়ে ভক্তদের চোখ কপালে ওঠার মতো মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

আজ এক সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল, ষষ্ঠ বোলার হিসাবে হার্দিকের বিকল্প কে হবেন? জবাবে দ্রাবিড় বলেছেন, “হ্যাঁ এটা ঠিক যে আমাদের কাছে ষষ্ঠ বোলার নেই। তবে আমাদের কাছে ‘রং ফুটেড ইনসুইংগার’ বোলার আছে। যে বেশ কিছু ওভারে তার হাত ঘোরাতেই পারে। গত ম্যাচেও তো তাকে বোলিং করতে দেখার জন্য সমর্থকরা গলা ফাটিয়ে দিচ্ছিলো।” ষষ্ঠ ভারতীয় বোলার হিসাবে পরোক্ষভাবে বিরাট কোহলিকে (Virat Kohli) ইঙ্গিত করেছেন দ্রাবিড়।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। ওই ওভারের বাকি তিনটি বল করার দায়িত্ব তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। বিরাটকে বল হাতে দেখে পুরো পুনে স্টেডিয়াম ভর্তি দর্শক মিলে গলা ফাটিয়েছিলেন। কোনো বোলারও বল করতে এলে এরকম আহ্বান পাননা, যতটা বিরাটকে বল হাতে দেখে আনন্দিত হয়েছিল ভক্তরা। তাই রাহুল দ্রাবিড় মনে করছেন বিরাট কোহলিই হতে পারেন ভারতীয় দলের জন্য ষষ্ঠ বোলিং অপশন।

গত ম্যাচেও মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দেখা যায়, বিরাট ম্যাচ শুরুর আগে গা গরম করছেন এবং বোলিং শ্যাডো করছেন। ম্যাচের মাঝে হাত ঘোরাতে দেখা যায় বিরাটকে। যদিও শ্রীলঙ্কা মাত্র ৫৫ রানেই গুটিয়ে যাওয়ায় বিরাটের আর বোলিং করতে আসার সুযোগই হয়নি। যদি প্রয়োজন পরে তাহলে বিরাটের পাশাপাশি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), রোহিত শর্মাদের (Rohit Sharma)ও দিয়ে এক-দুই ওভার বোলিংকরানো যেতে পারে, এমনও ইঙ্গিত দিয়েছেন দ্রাবিড়।