Breaking News: রায়ডু, তামিমের পথেই মনোজ, পাঁচ দিন যেতে না যেতেই অবসর ফিরিয়ে নিয়ে আবার মাঠে নামতে চলেছেন

গত ৩ আগস্ট ৩৭ বছর বয়সে ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছিলেন বাংলার এই প্লেয়ার।

মনোজ তিওয়ারি (Manoj Tiwary) বাংলা ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি বছরের পর বছর ঘরোয়া ক্রিকেটে বাংলাকে নেতৃত্ব দিয়েছেন এবং সামনে থেকে এগিয়ে নিয়ে গেছেন। একজন অসাধারণ টেকনিকের প্লেয়ার হয়েও ভারতীয় দলে খুব বেশি সুযোগ হয়নি তার। তবে যেটুকু সুযোগ পেয়েছিলেন তাতে উজাড় করে দিয়েও নোংরা রাজনীতির শিকার মনোজ।

বর্তমানে মনোজ তিওয়ারি পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রক পদে রয়েছেন সাথে সাথে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটও চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে গত ৩ আগস্ট ৩৭ বছর বয়সে ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছিলেন বাংলার এই প্লেয়ার।

তবে সবাইকে চমকে দিয়ে পাঁচ দিন পেরতে না পেরেতে আজ ৮ আগস্ট নিজের অবসর ফেরত নিয়ে আবার ঘরোয়া ক্রিকেট বাংলার (Bengal Cricket) হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে জানালেন মনোজ। আমরা এর আগেও দেখেছি আম্বাতি রায়ডু (Ambati Rayadu) এবং তামিম ইকবালের (Tamim Iqbal) মত প্লেয়ার রা সম্প্রতি অবসর ঘোষণা করেও কিছুদিনের মধ্যে আবার ফিরে এসেছিলেন। এবার সেই পথে হাঁটতে দেখা গেল বাংলার নিজের মনোজ তিওয়ারিকেও।

ভারতীয় দলে ২০০৮ সালে অভিষেক করলেও ২০১৫ তে‌ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মনোজ। তবে এই সাত বছরে দেশের হয়ে মাত্র ১৫ টি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৩০২ রান করেছেন তিনি, নিয়েছেন পাঁচটি উইকেটেও। অবাক করা ব্যাপার হলো নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে অনবদ্য শতরান করেছিলেন মনোজ তিওয়ারি। তবুও আর কোনদিন ভারতীয় দলে ডাক পাননি তিনি।