বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর, হাজার সমালোচনার ভিড়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পাশে দাঁড়ালেন গম্ভীর

জিম্বাবুয়ে, নেদারল্যান্ড এবং স্কটল্যান্ড তিনটি দলের কাছে পরপর তিন ম্যাচ হেরে এ বছরের বিশ্বকাপের থেকে বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট‌ ইন্ডিজ ক্রিকেট দল এককালে বিশ্বের সবচেয়ে ভয়ানক দল ছিল। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথম দুইবার অর্থাৎ ১৯৭৫ এবং ১৯৭৯ সালের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজই জেতে। এমনকি ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালেও উঠেছিল তারা। তবে বছরের পর বছর অতিক্রম হয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন তলানিতে এসে ঠেকেছে।

ওয়েস্ট ইন্ডিজ শেষবার ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তবে তারপর থেকে শুরু হয় তাদের অধঃপতন। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের দল কোয়ালিফাই করতে পারেনি। এমনকি ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। সবশেষে কাল ২০২৩ বিশ্বকাপ কোয়ালিফায়ারে (World Cup Qualifiers) স্কটল্যান্ডের কাছে হেরে আসন্ন বিশ্বকাপ থেকেও ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ।

জিম্বাবুয়ে, নেদারল্যান্ড এবং স্কটল্যান্ড তিনটি দলের কাছে পরপর তিন ম্যাচ হেরে এ বছরের বিশ্বকাপের (World Cup 2023) টিকিট অর্জন পর্যায়ে থেকেই বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ। যেখানে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ভক্তরা সমালোচনায় ব্যস্ত। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটের গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

ওয়েস্ট ইন্ডিজের স্কটল্যান্ড এর বিরুদ্ধে হারের পর তিনি বলেন- “আমি ওয়েস্ট ইন্ডিজকে ভালবাসি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ভালোবাসি, আমি এখনো মনে করি বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের নম্বর ১ হওয়ার ক্ষমতা রয়েছে।” গম্ভীরের এই মন্তব্যে অনেকেই সমালোচনা করছেন আবার অনেকেই সহমত পোষণ করছেন।