‘ও আরো সুযোগ পাবে’, ফর্মে থাকা প্লেয়ারদের ছেড়ে এই অফফর্মের প্লেয়ারকে অস্ট্রেলিয়া সিরিজের খেলাবেন জানালেন ভারতীয় কোচ

সূর্যকুমার যাদবকে বিশ্বকাপের স্কোয়াডে রাখায় অনেক অভিজ্ঞ ক্রিকেটাররা তাদের নিজেদের মতামত পোষণ করেছেন। এবার এইসকল বিশ্লেষণকে পাশে রেখে, সূর্যকুমারকে সমর্থন করেছেন সম্প্রতি ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

টি-২০ ক্রিকেটে বর্তমান যুগের সেরা ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু ওডিআই ক্রিকেটে তেমন একটা মাত্রা ছুঁতে পারেননি তিনি। তারপরেও ভারতীয় দলের সঙ্গে প্রত্যেকটি টুর্নামেন্ট থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজে ঘুরছেন তিনি। এমনকি বিশ্বকাপের (World Cup 2023) স্কোয়াডে ভারতীয় দলের সাথে রয়েছেন তিনি।

সূর্যকুমার যাদবকে বিশ্বকাপের স্কোয়াডে রাখায় অনেক অভিজ্ঞ ক্রিকেটাররা তাদের নিজেদের মতামত পোষণ করেছেন। অনেকে মনে করছেন, সূর্যকুমার ওডিআই ক্রিকেটের জন্য আদর্শ ক্রিকেটার নন, যতবারই তিনি ওডিআইয়ে সুযোগ পেয়েছেন ততরান ব্যর্থ হয়েছেন তিনি। ওডিআই ক্রিকেটে সূর্যের গড় মাত্র ২৪.৪১। আবার অনেকে মনে করছেন, মিডিল অর্ডারে যে কোনো পরিস্থিতি থেকে দলকে ঘোরানোর ক্ষমতা রাখেন তিনি।

এবার এইসকল বিশ্লেষণকে পাশে রেখে, সূর্যকুমারকে সমর্থন করেছেন সম্প্রতি ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনম্যাচের ওডিআই সিরিজে সূর্যকে খেলানোর পরিকল্পনা নিয়েছেন দ্রাবিড়। তিনি বলেছেন, “আমরা বিশ্বকাপের জন্য আমাদের দল বেছে নিয়েছি, তাতে সূর্য রয়েছে। আমরা তাকে পুরোপুরি সমর্থন করছি। আমরা বিশ্বাস করি, ও ওডিআই ক্রিকেটে ঘুরে দাঁড়াবে, অবশ্যই ও প্রথম দুটি ম্যাচে সুযোগ পাবে।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি ওডিআইতে সূর্যকুমারকে দলে রাখবেন দ্রাবিড়, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাকে বিশ্বকাপে জায়গা করতে হলে এই সিরিজেই দলকে ভরসা জোগাতে হবে। কিন্তু জায়গার জন্য ঈশান কিষাণ (Ishan Kishan) কিংবা শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) সাথে লড়াই করতে হবে সূর্যকে।