২০২৪-এর ক্ষমতা বান ভারতীয়দের তালিকায় অবাক করা ফলাফল, ধোনি, কোহলির থেকেও এগিয়ে জয় শাহ

ভারতীয় ক্রিকেটারদের অন্যান্য ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে একই চোখে দেখা হয়। তারা কোনো বলিউড অভিনেতার চেয়েও কম নন।

ভারতবর্ষ বিশ্বের অন্যতম বিশাল গণতান্ত্রিক দেশ। রাজ্যগুলির মধ্যে আলাদা আলাদা সংস্কৃতি, ভাষার পার্থক্য থাকলেও ভারতবাসী হিসাবে সকলেই নিজের গর্ব করে থাকেন। এর সঙ্গেই আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো বিষয়ে কেউ ভারতবাসী হিসাবে স্বীকৃতি ছিনিয়ে আনলে আমরা সকলেই খুশি হই। এবার ২০২৪ সালের সবচেয়ে ক্ষমতাবান ভারতীয়দের তালিকায় ক্রিকেটাররাও জায়গা করে নিলেন।

ক্রিকেট বর্তমানে বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় খেলা। এই খেলায় ভারতীয় দল সফলতার সঙ্গে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলে ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা অন্যান্য দেশের থেকে কয়েকগুণ বেশি। এর সঙ্গেই ভারতীয় ক্রিকেটারদের অন্যান্য ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে একই চোখে দেখা হয়। তারা কোনো বলিউড অভিনেতার চেয়েও কম নন। ফলে ২০২৪ সালের সবচেয়ে ক্ষমতাবান ভারতীয়দের তালিকায় একাধিক ক্রিকেটার নাম উজ্জ্বল করলেন। অন্যদিকে এই তালিকায় জয় শাহ (Jay Shah) ৩৫ নম্বরে আছেন।

তিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছেন। উল্লেখ্য জয় শাহ বর্তমানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের (Amit Shah) পুত্র। ক্রিকেটারদের মধ্যে ২০২৪ সালের সবচেয়ে ক্ষমতাবান ভারতীয়দের তালিকায় ৩৮ নম্বরে বিরাট কোহলি (Virat Kohli) জায়গা করে নিয়েছেন। তিনি ভারত সহ বিশ্বের অন্যতম তারকা ব্যাটসম্যান। বর্তমানে বিরাট কোহলির ইনস্টাগ্রাম ফলোয়ার ২৬৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে। এছাড়াও এই তালিকার ৫৮ নম্বরে ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম রয়েছে।

তার নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয় করেছিল। এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের হয়ে নেতৃত্ব দিচ্ছেন। এর সঙ্গেই ২০২৪ সালের ক্ষমতাবান ভারতীয়দের তালিকায় রোহিত শর্মা (Rohit Sharma) ৬৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। তিনি এই মুহূর্তে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন। রোহিতের নেতৃত্বে গত বছর একদিনে বিশ্বকাপে (World Cup 2023) ভারতীয় দল ফাইনালে প্রবেশ করেছিল।