সিরিজ জিতে WTC পয়েন্টস তালিকায় আরো‌ মজবুত ভারতীয় দল, দেখে নিন কোন স্থানে রয়েছে ভারত

ঘরের মাঠে ১ ম্যাচ বাকি থাকতেই ৩-১ স্কোরলাইনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ (WTC 2023-25) এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। এটি এই টুর্নামেন্টের তৃতীয় চক্র। নিউজিল্যান্ডকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শেষ‌ পর্যন্ত শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল খেলা হয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র শুরু হয়েছে ২০২৩ অ্যাশেজ থেকে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের প্রথম সিরিজ ভারতীয় দল ১-০ ব্যবধানে জিতেছিল। একই সময়ে, পাকিস্তান তাদের প্রথম সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ক্লিন সুইপ করেছিল। এবার ঘরের মাঠে ১ ম্যাচ বাকি থাকতেই ৩-১ স্কোরলাইনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ (India vs England Test Series) জিতে নিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এই সিরিজের পর দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস তালিকা (WTC Points Table)।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যাচ জিতলে ১২ পয়েন্ট দেওয়া হয়। ম্যাচ টাই হলে ৬, ড্র হলে ৪ এবং হারলে কোনো পয়েন্ট দেওয়া হয় না। পয়েন্টের শতাংশের কথা বললে, জয়ে ১০০, টাইয়ে ৫০, ড্রয়ে ৩৩.৩৩ এবং হেরে কোনও পয়েন্ট নেই। পয়েন্টের শতাংশের ভিত্তিতে ফাইনালের দল নির্ধারণ করা হবে।