WPL 2024: জয়ের ধারা ভাঙলো মুম্বাইয়ের, হরমনপ্রীতদের হারিয়ে সিজনের প্রথম জয় তুলে নিল উইপি

আজ ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে খেলতে দেখা যায়নি হরমানপ্রীত কৌরকে, সেই জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দলের অধিনায়কত্ব সামলাচ্ছিলেন নাট স্কাইভার-ব্রান্ট।

আজ আর জেতা হল না মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দলের (Mumbai Indians Women)। এবারের মহিলা প্রিমিয়ার লিগে (WPL 2024) প্রথম হারের মুখ দেখলেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। যদিও আজ ইউপি ওয়ারিয়র্জের (UP Warriorz) বিরুদ্ধে হরমানপ্রীত খেলেননি, সেই জায়গায় মুম্বাইয়ের অধিনায়কত্ব সামলাচ্ছিলেন নাট স্কাইভার-ব্রান্ট (Nat Sciver-Brunt)। অন্যদিকে আজ মুম্বাইকে ৭ উইকেটে হারিয়ে এই মরশুমের প্রথম জয় তুলে নিল ইউপি ওয়ারিয়র্জ।

টসে জিতে বোলিং নেওয়াটা যেন এবারের ডব্লিউপিএলে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আজও টসে জেতা মাত্রই বোলিংয়ের সিদ্ধান্তের কথা জানান ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬১ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স মহিলারা। যার মধ্যে হেইলি ম্যাথিউস ৪৭ বলে ৫৫ রানের খুব সুন্দর ইনিংস খেলে খুব সুন্দর সূচনা করলেও, বাকিদের অবদান সেরকম না থাকায় ১৬১ রানেই সন্তুষ্ট হতে হয়েছে মুম্বাইকে।

ইউপি ওয়ারিয়র্জকে এই মরশুমের প্রথম জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ ওভারে ১৬২ রান। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইন-আপের সামনে খুব একটা সহজ কাজ ছিলনা এটি। তারপরেও ওপেনিংয়ে অ্যালিসা হিলি এবং কিরণ নাভগিরের (Kiran Navgire) ৯৪ রানের পার্টনারশিপে প্রথমেই ম্যাচের ফলাফল বুঝিয়ে দেয়। এরপর হিলি ব্যাক্তিগত ৩৩ রানে ফিরলেও, কিরণের ব্যাট থেকে আসে ৩১ বলে ৫৭ রান।

এখান থেকেও ইউপির জয় খুব একটা সহজ ছিল না। কিন্তু এই কাজকে ক্রিজে দাঁড়িয়ে থেকে সহজ করে তোলেন গ্রেস হ্যারিস (Grace Harris) এবং দীপ্তি শর্মা (Deepti Sharma)। মাঝে তাহিলা ম্যাকগ্রাথ (Tahila McGrath)ব্যাট এলেও, মাত্র ১ রানে ফিরে যান তিনি। শেষমেষ হ্যারিস এবং দীপ্তির অসাধারণ ৬৫ রানের পার্টনারশিপে এই মরশুমের প্রথম জয়ের মুখ দেখে ইউপি ওয়ারিয়র্জ। হ্যারিসের ব্যাট থেকে আসে অপরাজিত ১৭ বলে ৩৮ রানের ইনিংস, অন্যদিকে দীপ্তিও ২০ বলে ২৭ রান করে ক্রিজে নট-আউট থাকেন।

স্কোরকার্ড:

মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা: ১৬১/৬ (২০ ওভার)

ইউপি ওয়ারিয়র্জ: ১৬৩/৩ (১৬.৩ ওভার)

ইউপি ওয়ারিয়র্জ ম্যাচটি ৭ উইকেটে জয়লাভ করেছে।