Shubman Gill: মাত্র ২৪ টেস্টেই বিরাট-গম্ভীরের থেকে বড় ‘ম্যাচ উইনার’ হয়ে গেছেন‌ গিল, ধারেকাছে নেই রোহিতও

জয়ী টেস্টের চতুর্থ ইনিংসে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর ৮-৮ বার ব্যাট করেছেন। দুজনেই ব্যাট হাতে করেছেন ১৭৯-১৭৯ রান।

শুভমান গিলের (Shubman Gill) টেস্ট কেরিয়ার উত্থান-পতনে ভরা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের (India vs England Test Series) প্রথম ম্যাচের পর তার দলে থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final), ওয়েস্ট ইন্ডিজ সফর এবং তারপর দক্ষিণ আফ্রিকায় গিল ব্যর্থ হচ্ছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি, তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রান এবং চতুর্থ টেস্টের শেষ ইনিংসে অপরাজিত ৫২ রান করে নিজের ক্লাস দেখিয়েছেন তিনি।

কেরিয়ারে এখনও পর্যন্ত মাত্র ২৪টি টেস্ট খেলেছেন শুভমান গিল। কিন্তু ম্যাচ জেতানো চতুর্থ ইনিংসে রানের দিক থেকে বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মতো ব্যাটসম্যানদের ছাড়িয়ে গেছেন তিনি। গিল ৬ টি টেস্টে প্লেয়িং ইলেভেনের অংশ ছিলেন যেখানে ভারত চতুর্থ ইনিংসে ব্যাট করে জিতেছিল। এর মধ্যে গিলের ব্যাটে ৭০ গড়ে ২১০ রান এসেছে। এর মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি।

জয়ী টেস্টের চতুর্থ ইনিংসে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর ৮-৮ বার ব্যাট করেছেন। দুজনেই ব্যাট হাতে করেছেন ১৭৯-১৭৯ রান। দু’জনেই ১টি হাফ সেঞ্চুরি করেছেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৫ ম্যাচে ১৩৪ রান করেছেন। টেস্টে জয়ী চতুর্থ ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৭১৫ রান করেছেন শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar)।

টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে পিচে ব্যাট করা সহজ। তার ওপর খেলা যত গড়ায়, ব্যাটিং ততই কঠিন হয়ে পড়ে। তবে চতুর্থ ইনিংসে শুভমান গিলের রেকর্ডই সেরা। ম্যাচের প্রথম ইনিংসে তার গড় ২০.৭২, দ্বিতীয় ইনিংসে ৩১.২৩, তৃতীয় ইনিংসে ৪৩.৯০ ও চতুর্থ ইনিংসে ৪৪.১৪। দলের প্রথম ইনিংসে গিলের গড় ২৬.৪১ এবং দ্বিতীয় ইনিংসে ৪৪। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে, গিল তার দলের দ্বিতীয় ইনিংসে তিনটি ৫০+ স্কোর করেছেন।