WPL 2024: গতবারের হারের খরা কাটিয়ে স্বপ্নের ফর্মে RCB, ২ এ ২ ম্যাচ জিতে টেবিলের শীর্ষে মন্ধনারা

আজ মহিলা প্রিমিয়ার লিগে গুজরাট জায়েন্টসকে হারানোর পাশাপাশি পয়েন্ট তালিকায় প্রথম স্থানে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলারা।

আজ মহিলা প্রিমিয়ার লিগে (WPL 2024) এক লো স্কোরিং ম্যাচের সাক্ষী থাকলো ক্রিকেটবিশ্ব। যেখানে গুজরাট জায়েন্টসকে (Gujarat Giants) ৮ উইকেটে হারিয়ে অনায়াসে জয়লাভ করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলারা (Royal Challengers Bangalore Women)। এই জয়ের সাথে সাথে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে উঠে এল আরসিবি মহিলারা।

আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি মহিলা দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। প্রথমে ব্যাট করতে আসে গুজরাট জায়েন্টস। ব্যাট করতে এসে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০৭ রান তোলে গুজরাট। যদিও দয়ালান হেমালতার (Dayalan Hemalatha) ৩১ রানের ইনিংসটি না এলে, হয়তো এই রান তোলাটাও সম্ভব হতো না।

আরসিবি মহিলাদের এই মরশুমের দ্বিতীয় জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ ওভারে ১০৮ রান। যা আরসিবি মহিলা দলের জন্য খুব একটা কঠিন কাজ ছিল না। এই রান তাড়া করতে নেমে ওপেনের খুব দ্রুত ইনিংস খেলতে দেখা যায় আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানাকে। যদিও অন্যদিক থেকে সোফি ডিভাইন (Sophie Devine) মাত্র ৬ রান করে আউট হয়ে যান।

এরপর স্মৃতির সাথ দিতে ক্রিজে আসেন সাব্বিনেনি মেঘনা (Sabbhineni Meghana)। স্মৃতির ইনিংসের সাথে পাল্লা দিয়ে বেশ ভালোই ইনিংসের সূচনা করেন মেঘনা। এদিকে স্মৃতি ব্যাক্তিগত ২৭ বলে ৪৩ রান বানিয়ে আউট হয়ে গেলেও, ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে যান মেঘনা। তার সাথে ক্রিজে বড় পার্টনারশিপ করেন এলিসি পেরি (Ellyse Perry)। মেঘনা এবং পেরিকে একবারের মতো আউট করার সম্ভাবনা তৈরী করতে পারেনি গজরাটের বোলিং লাইনআপ। শেষমেষ মেঘনার ২৮ বলে ৩৬ রান এবং পেরি ১৪ বলে ২৩ রানের দৌলতে এবারের টুর্নামেন্টে দ্বিতীয় জয় সংগ্রহ করে আরসিবি মহিলারা।

স্কোরকার্ড:

গুজরাট জায়েন্টস: ১০৭/৭ (২০ ওভার)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলা: ১১০/২ (১২.৩ ওভার)

ম্যাচটি ৮ উইকেটে জয়লাভ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলারা।