Ishan Kishan: কামব্যাক ম্যাচে রান পেলেন না ঈশান কিষান, হলেন ম্যাক্সওয়েলের শিকার

এবার সব জল্পনাকে পাশে রেখে মঙ্গলবার ডিওয়াই পাটিল টি-২০ টুর্নামেন্টে ফিরেছেন ঈশান কিষাণ। যেখানে তার একদিন আগেই ফিরতে দেখা গেছে হার্দিক পান্ডিয়াকে।

শেষমেষ বাইশ গজে ফিরতে দেখা গেল ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষানকে (Ishan Kishan)। ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজের স্বেচ্ছায় নাম তুলে নেওয়ার পর আর একবারও ক্রিকেটের মুখোমুখি হতে দেখা যায়নি বাঁ-হাতি এই তারকাকে। বোর্ডের নির্দেশনা ভাঙ্গায় আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও (India vs England Test Series) ভারতীয় দলে জায়গা করতে পারেননি ঈশান। এমনকি রঞ্জি ট্রফিকেও (Ranji Trophy 2024) নাকচ করে দিয়েছিলেন তিনি।

এবার সব জল্পনাকে পাশে রেখে মঙ্গলবার ডিওয়াই পাটিল টি-২০ টুর্নামেন্টে (DY Patil T20 Tournament) ফিরেছেন ঈশান কিষাণ। যেখানে তার একদিন আগেই ফিরতে দেখা গেছে ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। ঈশান কিষান মঙ্গলবার নাভি মুম্বাইতে রুট মোবাইল লিমিটেডের বিরুদ্ধে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দলের হয়ে একটি ম্যাচ খেলছিলেন৷ আরবিআই দলের উইকেটকিপিং করেন ঈশান।

এই ম্যাচে ঈশানের উইকেটকিপিংয়ে কোনোরকম ভুল ত্রুটি দেখা না গেলেও, ব্যাট হাতে মোটেও ভালো পারফর্ম করতে পারেননি তিনি। কামব্যাক ম্যাচেই ১১ বলে ১৯ রান করে আউট হয়ে যান ঈশান। তার মূল্যবান উইকেটটি শিকার করেন রুট মোবাইল লিমিটেডের ম্যাক্সওয়েল স্বামীনাথন (Maxwell Swaminathan)। আরবিআই ১৯৩ রানের লক্ষ্য তাড়া করছিল এবং কিষান চতুর্থ ওভারে আউট হয়েছিলেন। প্রথম ম্যাচটা মোটেও স্মরণীয় ছিল না কিষানের জন্য।

প্রথম ম্যাচেই ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৩ রানেই গুটিয়ে যায় ঈশান কিষানদের রাজত্ব। ম্যাচটি ৮৯ রানের পরাজিত হতে হয় তাকে। যাই হোক, ঈশানের এইরকম পারফরমেন্স বর্তমানে কিছুটা জলেও ভাবাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ভক্তদের। কারণ, আর ২৩ দিন পরেই আইপিএল (IPL 2024), ওইসময় তিনি ছন্দে না থাকলে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বড় সমস্যা সৃষ্টি হতে পারে।