নতুন রূপে ফিরে আসছে মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ, জানুন দল কটি, কবে নিলাম এবং কে কে খেলবে

এমসিএ-এর প্রধান রোহিত পাওয়ার (Rohit Pawar) ঘোষণা করেছেন ১৫ই জুন থেকে এই বছরের মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে।

মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ (MPL) মহারাষ্ট্রে ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) রেজিস্টার ভুক্ত ক্রিকেটারদের নিয়ে ফ্রাঞ্চাইজি দল গঠনের মাধ্যমে আয়োজন হয়ে থাকে। এমসিএ-এর প্রধান রোহিত পাওয়ার (Rohit Pawar) ঘোষণা করেছেন ১৫ই জুন থেকে এই বছরের মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে।

২০২৩ মহারাষ্ট্র প্রিমিয়ার লিগের জন্য ছটি ফ্র্যাঞ্চাইজি দল ফি হিসাবে মোট ৫৭.৮০ কোটি টাকা পেয়েছে। এই লিগে ৬ টি ফ্র্যাঞ্চাইজি দলের অংশ হিসাবে ২০ টি কর্পোরেট ও ব্যবসা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এই বিষয়ে গতকাল রোহিত পাওয়ার বলেছেন, ” আমরা এই টুর্নামেন্টের দলগুলির জন্য প্রতিবছর ১ কোটি টাকা করে তিন বছরে ১৮ কোটি টাকার ভিত্তিমূল্য রেখেছিলাম। কিন্তু আজ দলগুলির নিলামের পর আমরা তিন বছরের জন্য ৫৭.৮০ কোটি টাকার রেকর্ড ফ্র্যাঞ্চাইজি ফি পেয়েছি।”

এমপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দল পুনের আইকন ক্রিকেটার হয়েছেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। নাশিকের আইকন ক্রিকেটার হিসাবে এসেছেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। অন্যদিকে কোলাপুর আইকন ক্রিকেটার হিসাবে তারা কেদার যাদবকে (Kedar Jadhav) দলে নিয়েছে। ভারতের তরুণ ক্রিকেটার রাজবর্ধন হাঙ্গারগেকারকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছে সম্ভাজি নগর। রত্নাগিরি দলের আইকন ক্রিকেটার হয়েছেন আজিম কাজী এবং ভিকি অস্তওয়াল সোলাপুরের আইকন ক্রিকেটার হিসাবে নিজের জায়গা করে নিয়েছেন। আগামীকাল প্রতিটি ফ্রাঞ্চাইজি বাকি ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য ২০ লক্ষ টাকা করে নিয়ে তারা নিলামে নামবে।

এই দিন এমসিএ সভাপতি আরো বলেন, “সমস্ত ফ্রাঞ্চাইজি দলের মালিকদের জন্য লিগটিকে লাভজনক করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি। নিলাম থেকে সংগৃহীত অর্থ মহারাষ্ট্রের ক্রিকেটে উন্নতির জন্য ব্যবহার করা হবে। এমসিএ মহারাষ্ট্রে ক্রিকেট খেলার উন্নতির জন্য সব রকম চেষ্টা করে আসছে। এবং ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের দুর্দান্ত একটি প্ল্যাটফর্ম দেবে এই মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ।” এই লিগের ম্যাচগুলি এমসিএ-এর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।