WTC Final: ‘অন্ধ আম্পায়ার’ গিলের ক্যাচে জঘন্য আম্পায়ারিংয়ে ক্ষুব্ধ সেহবাগ থেকে রবি শাস্ত্রী সকলেই

গিলের উইকেটের সিদ্ধান্তটি ঠিক না ভুল তা নিয়ে ক্রিকেটমহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) মতো জায়গায় একটি প্রমাণহীন সিদ্ধান্তে তোলপাড় ক্রিকেটবিশ্ব। এমনিতেই ৪৪৪ রানের চাপ, তার উপরে থার্ড আম্পায়ারের গাফিলতি। স্কট বোল্যান্ডের (Scott Boland) বলে শুভমান গিল (Shubman Gill) নিজেকে সংযত করতে না পেরে স্লিপে একটি ক্যাচ দিয়ে বসেন। ক্যাচটি নেন ক্যামেরণ গ্রিন (Cameron Green), এই ক্যাচকে ঘিরেই শুরু হয় জল্পনা। শুভমান গিলের উইকেটের এরকম সিদ্ধান্তে নিরাশ হয়েছে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সহ পুরো ভারতীয় দল।

প্রথমেই থার্ড আম্পায়ারের এরকম সিদ্ধান্তে নিরাশ হন ভারতীয় সমর্থকদের। সিদ্ধান্তটি ঠিক না ভুল তা নিয়ে ক্রিকেটমহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন প্রত্যেক ক্রিকেট প্রেমী। এমন কি চারিদিক থেকে ক্যামেরার ফুটেজ চেক না করেই খুব স্বল্পবিস্তর সময়েই সিদ্ধান্তটি দেন থার্ড আম্পায়ার রিচার্ড কেটেলবুরা।

শুধু ভারতীয় সমর্থকরাই নয়, ক্ষুব্ধ হয়েছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরাও। ম্যাচ চলাকালীণ ধারাভাষ্য করতে গিয়ে রবি শাস্ত্রী (Ravi Shastri) বলেন, “যদি এখানে শুভমান গিলের জায়গায় স্টিভ স্মিথ থাকতো, তাহলে আম্পায়ার সেখানে নট আউট দিতেন।” জাস্টিন ল্যাঙ্গারকে ব্যঙ্গ করে হাসিমুখে একথা বলেন রবি শাস্ত্রী।

এই বিষয়টিকে ঘিরে বীরেন্দ্র সেহবাগও (Virender Sehwag) ট্যুইটের মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন। তিনি নিজের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে চোখে কাপড় বাঁধা কানামাছি খেলার একটি ছবি দিয়ে পোষ্ট করেন এবং সেখানে লেখেন, “শুভমান গিলের উইকেটের সিদ্ধান্ত নেওয়ার সময় থার্ড আম্পায়ারের অবস্থা। প্রমাণহীন সিদ্ধান্ত, যখন এটি সন্দেহজনক, তাহলে এটি নট আউট।”

এই সিদ্ধান্তে খুশি নন ওয়াশিম জাফারও (Wasim Jaffer)। বাকিদের মতো তিনিও ট্যুইট করে থার্ড আম্পায়ারকে ব্যাঙ্গ করেন। তার ট্যুইট দেখে বোঝা যাচ্ছে, এই সিদ্ধান্তকে তিনি কেমনভাবে গ্রহণ করেছেন।