Dhruv Jurel: হনুমান ভক্তিই সাফল্যের কারণ! অভিষেক টেস্ট মাতিয়ে ভগবানকেই কৃতিত্ব জুরেলের

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চতুর্থ ম্যাচে ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ সময় ধ্রুব জুরেল ব্যাট হাতে সবচেয়ে বেশি ভরসা দেন।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ ভারতীয় দলের (India vs England Series) কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সিরিজে আমরা ব্লু ব্রিগেডদের হয়ে একাধিক তরুণ ক্রিকেটারদের অভিষেক করতে দেখেছি। তবে সিরিজে চতুর্থ ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সময় ধ্রুব জুরেল (Dhruv Jurel) সবচেয়ে বেশি ভরসা দিয়েছেন। এবার তিনি নিজের জীবনের আরাধ্য দেবতার কথা সকলের সামনে তুলে ধরলেন।

সম্প্রতি রাঁচিতে ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের দখলে করেছে। তবে এই ম্যাচে জয় পাওয়া ব্লু ব্রিগেডদের কাছে সহজ ছিলো না। ম্যাচের প্রথম ইনিংসে এক সময় ভারতীয় দল ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। সেই সময় ধ্রুব জুরেল একাই ব্যাট হাতে বিপক্ষদের সামনে লড়াই চালিয়ে যান। শতরান করতে না পারলেও তার ব্যাট থেকে ১৪৯ বলে ৬ টি চার এবং ৪ টি ছয়ের মাধ্যমে মোট ৯০ রান আসে।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসেও শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে জুটি বেঁধে ভারতীয় এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান অপরাজিত ৩৯ রান করে দলকে জয় এনে দেন। এবার এক সাক্ষাৎকারে ধ্রুব কোন দেবতার কাছ থেকে এত মানসিক শক্তি পান সেই বিষয়ে তিনি মন্তব্য করলেন। এই ভারতীয় তরুণ তারকা বলেন, “আমি বজরংবলীর একজন বড়ো ভক্ত। আমি প্রতিদিন সকালে বারবার শ্রী হনুমান চালিসা চালাই।”

ধ্রুব জুরেল আরও বলেন, “আমার বাবা-মা খুবই আধ্যাত্মিক মানুষ। আমি যখন আমার বাবাকে এই ম্যাচের জন্য ফোন করেছিলাম তখন তিনি চিন্তার মধ্যে ছিলেন। তিনি বলেছিলেন তুমি যে রান করবে তা ঈশ্বরকে উৎসর্গ করবে।” অন্যদিকে ৭ মার্চ থেকে ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে। সম্ভবত এই ম্যাচেও কেএল রাহুল (KL Rahul) চোট সারিয়ে মাঠে ফিরবেন না। তবে জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) বিশ্রামের পর এই ম্যাচে ফিরে আসবেন।