হয়ে গেছে কেন্দ্রীয় চুক্তির ঘোষনা, তবে পঞ্চম টেস্ট খেললেই এই দুজন তরুণ পাবেন চুক্তি, জানালো BCCI

এবার কেন্দ্রীয় চুক্তিতে সামিল করা হয়েছে একাধিক তরুণ ক্রিকেটারকে। যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে রিঙ্কু সিং, তিলক বর্মা, রজত পতিদার এবং আরও অনেককেই নতুন প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে চুক্তিবদ্ধ করা হয়েছে।

আজ প্রকাশিত হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি (BCCI Central Contract 2024-25)। যেখানে চারটি ক্যাটাগরিতে মোট ৪০ জন ক্রিকেটারকে নিয়ে চুক্তিবদ্ধ করেছে বিসিসিআই। সবচেয়ে উল্লেখ্যোগ্য বিষয়টি হল, এই নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং ঈশান কিষাণ (Ishan Kishan)। বিসিসিআইয়ের নিয়ম অমান্য করে রঞ্জি ট্রফি না খেলায় তার ফল ভুগতে হচ্ছে তাদের দুইজনকে।

তবে তারা দুইজন বাদ পড়লেও, এবার কেন্দ্রীয় চুক্তিতে সামিল করা হয়েছে একাধিক তরুণ ক্রিকেটারকে। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) থেকে শুরু করে রিঙ্কু সিং (Rinku Singh), তিলক বর্মা (Tilak Verma), রজত পতিদার (Rajat Patidar) এবং আরও অনেককেই নতুন প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে চুক্তিবদ্ধ করা হয়েছে। তাছাড়া এখনো আরও দুইজন তারকাকে পরবর্তীতে কেন্দ্রীয় চুক্তিতে চুক্তিবদ্ধ করার কথা উঠছে।

সেই দুইজন ক্রিকেটার আর কেউ নন, তারা হলেন এই চলমান ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে অভিষেককারী তরুণ প্রতিভাবান ক্রিকেট ধ্রুব জুরেল (Dhruv Jurel) এবং সরফরাজ খান (Sarfaraz Khan)। স্পোর্টস টাকের এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, জুরেল এবং সরফরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পঞ্চম টেস্ট ম্যাচ (India vs England Fifth Test) খেলতে পারলেই তাদেরকে ‘গ্রেড সি’ তে চুক্তিবদ্ধ করা হবে।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ধারণা, ধ্রুব জুরেল এবং সরফরাজ খান দুজনকেই ওই আসন্ন পঞ্চম টেস্ট ম্যাচে খেলাবে ভারতীয় দল। সুতরাং, তারাও এই নতুন বার্ষিক কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত হতে চলেছেন। যাই হোক, কেন্দ্রীয় চুক্তির তালিকায় তাদের নাম না দেখতে পেয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলছিলেন, এই খবরটি সেই সকল মানুষের মনে স্বস্তি ফেরাবে।