IPL-এর চেয়ে রঞ্জিকে প্রধান্য দিলে বাড়বে বেতন, সারাবছর দেশের হয়ে টেস্ট খেললে‌ মাইনে যাবে কোটিতে, জানালো BCCI

বর্তমানে আইপিএলের (IPL) মতো টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে বিপুল পরিমাণ অর্থের প্রাচুর্য থাকায় ক্রিকেটাররা সীমিত ওভারের ক্রিকেটকে বেশি আগ্রহের সঙ্গে দেখছেন। এর ফলে তারা ধীরে ধীরে লাল বলের ক্রিকেটে আগ্রহ হারাচ্ছেন। তবে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। তারা চাইছেন রঞ্জি ট্রফির (Ranji Trophy) মতো ঘরোয়া লিগ খেলেও যাতে ক্রিকেটাররা আইপিএলের মতো টাকা উপার্জন করতে পারেন।

বুধবার বিসিসিআই ২০২৪-২৫ সালের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে। কিন্তু বোর্ড বিভিন্ন গ্রেডের পারিশ্রমিক অর্থের মান উল্লেখ করেনি। বিসিসিআই সম্প্রতি ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid), অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের (Ajit Agarkar) সাথে ক্রিকেটারদের মধ্যে লাল বলের ক্রিকেটের প্রতি আগ্রহ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেছে। টাইমস অফ ইন্ডিয়ার সূত্রের মতে বোর্ড ক্রিকেটারদের ম্যাচ প্রতি পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব পেয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে টেস্ট এবং ঘরোয়া উভয় স্তরেই এমন একটি পারিশ্রমিক নির্ধারণ করা হোক যা অন্তত নিম্ন মধ্য-স্তরের আইপিএল চুক্তির পারিশ্রমিকের সাথে মেলে। বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদমাধ্যমকে এই বিষয়ে বলেন,”বোর্ড ভারতীয় দলের কর্মকর্তাদের কাছ থেকে প্রস্তাব চেয়েছে। তারা খেলার দীর্ঘতম ফরম্যাটের পবিত্রতা বজায় রাখার জন্য আক্রমনাত্মক পন্থা বেছে নিচ্ছেন। তারা প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটারদের আইপিএলের মতো পারিশ্রমিক নির্ধারণ করা অপরিহার্য বলে মনে করছেন। এর অর্থ হল বর্তমান পারিশ্রমিককে বহুগুণ বৃদ্ধি করতে হবে।”

তিনি আরও বলেন,”পরামর্শগুলি অনুযায়ী টেস্ট ম্যাচ এবং প্রথম-শ্রেণির পারিশ্রমিক তিনগুণ বাড়ানোর কথা বলা হয়েছে৷ এর ফলে একজন ক্রিকেটার রঞ্জি ট্রফির এক মরসুম খেলে তিনি প্রায় ৭৫ লাখ টাকা উপার্জন করতে সক্ষম হবেন যা একটি গড় আইপিএল চুক্তির সাথে মিলে যায়৷ এটাও পরামর্শ দেওয়া হয়েছে যে একজন ক্রিকেটার যদি এক বছরে সব টেস্ট ম্যাচ খেলে তাহলে সে যেন ১৫ কোটি টাকা উপার্জন করতে পারে যা আইপিএলের যেকোনো তারকার চুক্তির সমতুল্য।”