Breaking News: ৪০ জন‌ প্লেয়ারকে কেন্দ্রীয় চুক্তি দিল BCCI, সুযোগ একাধিক তরুণের, বাদ পড়লেন শ্রেয়াস-কিষান

প্রায় এক বছর আগে পথ দুর্ঘটনায় আহত ঋষভ পান্থও এ থেকে বি-তে চলে এসেছেন। এবারের আইপিএল থেকেই ক্রিকেট মাঠে ফিরতে পারেন পান্থ।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তি (Annual Contract) দিয়েছে। চার ক্যাটাগরিতে মোট ৪০ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করা হয়েছে। তবে তাদের দলে নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষাণ (Ishan Kishan) ও মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দুজনই গতবার কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও রঞ্জি ট্রফিতে অংশ না নেওয়ায় বিসিসিআইয়ের টার্গেটে ছিলেন তারা। আগের কেন্দ্রীয় চুক্তিতে আইয়ার ছিলেন ‘বি’ ও ঈশান সি-তে। চুক্তিটি ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের জন্য।

ফাস্ট বোলার মহম্মদ সিরাজ (Mohammad Siraj) ও শুভমান গিলের (Shubman Gill) পাশাপাশি লোকেশ রাহুলকেও (Lokesh Rahul) প্রমোশন দেওয়া হয়েছে। তিনজনই আগে ‘বি’ গ্রেডে ছিলেন। এখন সেগুলো ‘এ’ গ্রেডে তৈরি করা হয়েছে। একই সময়ে, অক্ষর প্যাটেল এ থেকে বি তে চলে এসেছেন। প্রায় এক বছর আগে পথ দুর্ঘটনায় আহত ঋষভ পান্থও (Rishabh Pant) এ থেকে বি-তে চলে এসেছেন। এবারের আইপিএল থেকেই ক্রিকেট মাঠে ফিরতে পারেন পান্থ।

গ্রেড এ প্লাস: রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ।

গ্রেড এ: রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া।

বি গ্রেড: সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল।

সি গ্রেড: রিঙ্কু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, কেএস ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান ও রজত পতিদার।