IPL Replacement: একসময় খেলেছিলেন পুনে ওয়রিয়র্সের হয়ে,‌ ৯ বছর পর আইপিএলে‌ ফিরছেন আরসিবিতে টপলির পরিবর্তে

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই মরশুমের প্রথম ম্যাচ খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে চোট পান আরসিবির পেসার রিস টপলি।

চলতি আইপিএল (IPL 2023) মরশুমের প্রথম সপ্তাহের মধ্যে অনেক ক্রিকেটার চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, তাদের মধ্যে একজন হলেন ইংল্যান্ডের পেসার রিস টপলি (Reece Topley)। যিনি এবছর প্রথমবার আইপিএল খেলার সুযোগ পান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে খেলছিলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে এই মরশুমের প্রথম ম্যাচ খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে চোট পান টপলি।

প্রথমে রিস টপলির চোটের ব্যাপারটি ততটাও আশঙ্কাজনক মনে হয়নি। কিন্তু গতকাল কলকাতার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন একটি ইন্টারভিউতে আরসিবি দলের প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) বলেন “রিস টপলি তার চোটের কারণে আইপিএল ২০২৩ থেকে ছিটকে গেছেন, আমরা তার পরিবর্ত খেলোয়াড় খোঁজার কাজ শুরু করে দিয়েছি।” যদিও ম্যানেজমেন্ট তাকে ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করেছিল এবং আজ কিছুক্ষণ আগে আরসিবির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে টপলির টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পোস্টটি দেখতে পাওয়া যায়।

সূত্রের খবর অনুযায়ী জানা যায় রিস টপলির পরিবর্ত খেলোয়াড় হিসাবে আরসিবি দক্ষিন আফ্রিকার ওয়েন পার্নেলকে (Wayne Parnell) স্কোয়াডের অন্তর্ভুক্ত করেছে। এবছর তিনি এসএ-২০ (SA20) লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) হয়ে অধিনায়কত্ব করেছেন। তিনি এর আগে দিল্লি ডেয়ারডেভিলস ও পুনে ওয়রিয়র্স ইন্ডিয়ার হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন।

ওয়েন পার্নেল দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে ৫৬টি ম্যাচ খেলেছেন তাতে তিনি ৫৯টি উইকেট নিয়েছেন। এবং ওডিআই ফরম্যাটে ৭৩ ম্যাচে ৯৯টি উইকেট রয়েছে তার নামে। এছাড়াও তিনি আইপিএলে ২৬টি ম্যাচে ২৬টি উইকেটও সংগ্রহ করেছিলেন। এমন অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে দলে নিয়ে কিছুটা হলেও বোলিং সমস্যার সমাধান হবে আরসিবির।