দ্রাবিড়-অশ্বিন থেকে গিল-বুমরাহ বিরাট কোহলির জন্মদিনে প্রশংসায় পঞ্চমুখ সকলে

একদিনের ক্রিকেটে ২৮৮ ম্যাচ খেলে বিরাট ১৩,৫২৫ রান সংগ্রহ করে সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটারদের অনেক আগেই ছাড়িয়ে গেছেন।

বিশ্ব ক্রিকেটে মহাকাব্যিক উত্থানের সঙ্গে সঙ্গে বিরাট কোহলি (Virat kohli) বর্তমানে সবকিছু ছাড়িয়ে মাথা তুলে দাঁড়িয়েছেন। অনূর্ধ্ব ১৯ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রভাব সকলে বুঝতে পেরেছেন। আর তখন থেকেই আধুনিক ক্রিকেটে তার আগ্ৰাসন ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি মাঠে। অন্যদিকে আজ অর্থাৎ ৫ নভেম্বর ৩৫ তম জন্মদিনে দলের সতীর্থ থেকে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এই বিরাট কোহলির বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

সালটা ১৯৮৮, ৫‌ নভেম্বর দিল্লির মধ্যবিত্ত শ্রেণীর পরিবারে বর্তমান ক্রিকেটের আইকন বিরাট কোহলি জন্মগ্রহণ করলেন যার প্রায় এক বছর পরেই ভারতীয় ক্রিকেটে অভিষেক করতে চলেছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar)। বিরাটের পিতা প্রেম কোহলি (Prem Kohli) ছিলেন পেশায় আইনজীবী এবং মাতা সরোজ কোহলি (Saroj Kohli) একজন সাধারণ গৃহবধূ। এক সময় গলির ক্রিকেট খেলতে খেলতে ক্লাব, রাজ্য পেরিয়ে তিনি পা রাখলেন বিশ্ব ক্রিকেটের আঙিনায়।

শুধু পা রাখলেন না প্রতিটি মুহূর্তেই জানান দিলেন নিজের উপস্থিতি। বর্তমানে তিনি হয়ে উঠেছেন ক্রিকেটের সবচেয়ে বড়ো তারকা। বিশ্ব ক্রীড়া ক্ষেত্রে তার মতো জনপ্রিয়তা হাতে গোনা খুব কম জনেরই আছে। একদিনের ক্রিকেটে ২৮৮ ম্যাচ খেলে বিরাট ১৩,৫২৫ রান সংগ্রহ করে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটারদের অনেক আগেই ছাড়িয়ে গেছেন। গড়েছেন একাধিক অনন্য রেকর্ড। তাই আজ ৩৫ তম জন্মদিনে এই ক্রিকেটের বিরল ব্যক্তিত্বকে নিয়ে শুভমান গিল (Shubman Gill) থেকে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

আইসিসিকে (ICC) দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় বিরাট কোহলির বিষয়ে বলেন, “কোহলি ভবিষ্যৎ ক্রিকেটের জন্য একটি গুনগতমানের উচ্চতা তৈরি করেছেন।” রবিচন্দ্রন অশ্বিন বলেন, “ভারতীয় ব্যাটিংয়ের ডিএনএ বদলে দিয়েছেন কোহলি।” ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল বলেন, “বিরাট কোহলির ক্রিকেটের প্রতি খিদে এবং আবেগ অতুলনীয়।” সবশেষে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) বলেন, “প্রত্যেকের উচিত কোহলির আগ্ৰাসন এবং ক্রিকেটের প্রতি একাগ্ৰতা অনুসরণ করা।”